TRENDING:

Gossip: ক্রিকেটের মুচমুচে গসিপ, রোহিতের ঘরণীর সঙ্গে কোহলির ডেট! রইল টাটকা প্রমাণ

Last Updated:
Gossip: রোহিতের আগে বিরাটকেই চিনতেন রিতিকা সজদে...আজ তিনি রোহিত ঘরণী৷
advertisement
1/6
Gossip: ক্রিকেটের মুচমুচে গসিপ, রোহিতের ঘরণীর সঙ্গে কোহলির ডেট! রইল টাটকা প্রমাণ
ক্রিকেট ও বলিউডের যোগ কারোর অজানা নয়৷ ক্রিকেটারদের সঙ্গে অভিনেত্রীদের প্রেম হামেশাই হয়ে থাকে৷ তবে দলেরই সতীর্থ ক্রিকেটারের বউয়ের সঙ্গে অন্য ক্রিকেটারের ডেটিংয়ের গসিপ জানতে সকলেরই একইরকম আগ্রহ থাকে৷  মাঠের বাইরে রোহিত শর্মা ও বিরাট কোহলির সম্পর্ক খুব একটা ভাল নয়৷ এমনকি অনুষ্কার সঙ্গেও রোহিতের লোকদেখানো সম্পর্কও থাকে না৷ তবে এটা নয় একেবারে অন্য ডেটিংয়ের খবর কি জানেন? রোহিত শর্মার ঘরণী রিতিকা সজদের সঙ্গে একসময়ে ডেট করতেন বিরাট কোহলি৷ তাঁদের ডেটিংয়ের গসিপ একসময়ে ছিল দারুণ মুখরোচক আলোচনার বিষয়৷ Photo- File 
advertisement
2/6
তাঁদের ডেটিং একেবারে সামনাসামনি ধরা পড়ে গিয়েছিল জিম্বাবোয়ে সফরের পর মুম্বইতে ছুটি কাটাতে গিয়েছিলেন বিরাট কোহলি৷ সেই সময়ে কোনও রহস্যময়ীর সঙ্গে তাঁকে সর্বত্র ঘুরতে দেখা যাচ্ছিল৷ সেই রহস্যময়ী কে তখন একেবারে খোঁজ খোঁজ পরে যায়৷ এই মিস্ট্রি গার্লই হলেন রোহিত শর্মার এখনকার স্ত্রী রিতিকা সজদে৷  Photo- File 
advertisement
3/6
নাইট আউট থেকে মুভি ডেট সর্বত্র রিতিকার সঙ্গে দেখা যাচ্ছিল বিরাট কোহলিকে৷  সময়টা ২০১৩ সাল তখন পাপারাজ্জিরা তাঁদের একসঙ্গে ছবি তুলে ফেলতে পারেন৷ বিষয়টা যে সহজ সরল ছিল না তা ছবির ফ্রেম দেখেই মালুম পাওয়া যায়৷ পাপারাজ্জিরা আছে বুঝতে পেরেই রিতিকা মুখটা ঝট করে সরিয়ে নেন৷ তবুও সেই সময়ে তাঁদের এই ছবি সংবাদপত্রেও প্রকাশিত হয়েছিল৷ সেই সময় ভাইরাল কথাটা না থাকলেও ছবিটা ভাইরাল হয়ে যায়৷  Photo- File 
advertisement
4/6
বিরাট কোহলি ও রিতিকা সজদের দেখা হয়েছিল ২০১০ সালে৷ আইপিএলের সময়ে তাঁদের দেখা হয়েছিল৷ রিতিকা একজন স্পোর্টস ট্যালেন্ট ম্যানেজার৷ তিনি তিন বছর ধরে বিরাটের ম্যানেজার ছিলেন৷ তাঁদের নিয়ে রোমান্টিক হেডলাইন হলেও দুজনের কেউই কখনও প্রেমের কথা স্বীকার করেননি, বরং ভাল বন্ধু এটাই বলতেন৷  Photo- File 
advertisement
5/6
রিতিকা পরে রোহিত শর্মাকে বিয়ে করেন৷ তাঁদের মেয়ের নাম সামাইরা৷ ২০১৫-র ১৩ ডিসেম্বর তাঁদের বিয়ে হয়৷  Photo- File 
advertisement
6/6
এদিকে বিরাট কোহলিও ২০১৭-র ডিসেম্বরে অনুষ্কা শর্মাকে বিয়ে করেন৷  Photo- File 
বাংলা খবর/ছবি/খেলা/
Gossip: ক্রিকেটের মুচমুচে গসিপ, রোহিতের ঘরণীর সঙ্গে কোহলির ডেট! রইল টাটকা প্রমাণ
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল