TRENDING:

Team India: হারের পরই স্বস্তি! ভারতীয় ক্রিকেট দলের জন্য বড় সুখবর! জেনে নিন বিস্তারিত

Last Updated:
Good News For Team India: ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর। অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া চোট সারিয়ে শীঘ্রই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চলেছেন।
advertisement
1/5
হারের পরই স্বস্তি! ভারতীয় ক্রিকেট দলের জন্য বড় সুখবর! জেনে নিন বিস্তারিত
ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর। অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া চোট সারিয়ে শীঘ্রই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চলেছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন ঘরের মাঠের সাদা বলের সিরিজ দিয়েই তার প্রত্যাবর্তন ঘটতে পারে বলে জানা গেছে।
advertisement
2/5
দ্য টাইমস অব ইন্ডিয়া-এর প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে তিনি বেঙ্গালুরুর বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)-এর সেন্টার অব এক্সেলেন্সে পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন। সংযুক্ত আরব আমিরশাহিতে অনুষ্ঠিত টি২০ এশিয়া কাপে পাওয়া ইনজুরি থেকে তিনি দ্রুত সেরে উঠছেন।
advertisement
3/5
এশিয়া কাপের সুপার ফোর পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচেই পান্ডিয়া এই চোট পান। ওই ম্যাচে ব্যাট হাতে মাত্র ৩ বলে ২ রান করেন তিনি, পরে বল হাতে মাত্র ৭ রানে একটি উইকেট নেন। তবে ইনিংসের মাঝপথেই হঠা খুড়িয়ে হাঁটতে দেখা যায় তাকে, এরপর আর মাঠে ফেরা হয়নি। ম্যাচটি শেষ পর্যন্ত সুপার ওভারে গিয়ে ভারত জয় পায়।
advertisement
4/5
চোটের কারণে পান্ডিয়া পাকিস্তানের বিপক্ষে ফাইনাল খেলতে পারেননি এবং পরবর্তী অস্ট্রেলিয়া সফরের ওয়ানডে ও টি২০ দলে তার নামও ছিল না। বিসিসিআই জানিয়েছে, তিনি বেঙ্গালুরুর সেন্টার অব এক্সেলেন্সে রিপোর্ট করেছেন এবং সেখানে এক মাসের পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন করবেন। ইতিমধ্যেই তিনি জিম সেশন শুরু করেছেন ও শারীরিক ফিটনেসে দ্রুত অগ্রগতি করছেন।
advertisement
5/5
বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের কোনো এক ম্যাচেই মাঠে দেখা যেতে পারে হার্দিককে। তার প্রত্যাবর্তন ভারতের জন্য নিঃসন্দেহে বড় প্রাপ্তি হবে, কারণ ব্যাট-বল দুই বিভাগেই হার্দিক পান্ডিয়া দলের ভারসাম্য এনে দেন।
বাংলা খবর/ছবি/খেলা/
Team India: হারের পরই স্বস্তি! ভারতীয় ক্রিকেট দলের জন্য বড় সুখবর! জেনে নিন বিস্তারিত
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল