Gautam Gambhir: ২০২৭ ওডিআই বিশ্বকাপে রোহিত-কোহলি কি খেলবেন? জবাব দিলেন গৌতম গম্ভীর
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Gautam Gambhir: প্রথম সাংবাদিক বৈঠকে রোহিত শর্মা ও বিরাট কোহলি প্রসঙ্গেও মুখ খোলেন গৌতম গম্ভীর। আগামি একদিনের বিশ্বকাপে রোহিত-কোহলি খেলবেন কিনা তা নিয়েও সাফ জবাব দিয়েছেন গম্ভীর।
advertisement
1/5

টিম ইন্ডিয়ার কোচ হওয়ার পর প্রথম সাংবাদিক বৈঠক করলেন গৌতম গম্ভীর। সোমবার সাংবাদিক বৈঠকে ছিলেন বিসিসিআইয়ের প্রধান নির্বাচক অজিত আগরকারও। একাধিক বিষয়ে স্পষ্ট জবাব দেন গৌতি।
advertisement
2/5
রোহিত শর্মা ও বিরাট কোহলি প্রসঙ্গেও মুখ খোলেন গৌতম গম্ভীর। ভারতীয় দলের দুই সিনিয়র ক্রিকেটার টি-২০ ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। আগামি একদিনের বিশ্বকাপে রোহিত-কোহলি খেলবেন কিনা তা নিয়েও সাফ জবাব দিয়েছেন গম্ভীর।
advertisement
3/5
২০২৭ একদিনের বিশ্বকাপে বিরাট কোহলি ও রোহিত শর্মা খেলবেন কিনা সেই প্রশ্নের জাবাবে গৌতম গম্ভীর বলেন,"খেলতেই পারেন। দুজনের পারফরম্যান্স নিয়ে নতুন করে কিছু বলার নেই।"
advertisement
4/5
তবে আগামি বছর চ্যাম্পিয়ন্স ট্রফির পরই দুই তারকা ক্রিকেটারের একদিনের ক্রিকেট খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছেন গৌতম গম্ভীর। তবে রোহিত-কোহলির মধ্য়ে এখনও অনক ক্রিকেট বাকি রয়েছে বলে মনে করেন টিম ইন্ডিয়ার নতুন হেডস্যার।
advertisement
5/5
গৌতম গম্ভীর বলেন,"বড় মঞ্চে তাঁরা কীরকম খেলতে পারেন, তা তাঁরা ইতিমধ্যেই দেখিয়েছেন। দু'জনের মধ্যেই অনেক ক্রিকেট বাকি আছে। চ্যাম্পিয়ন্স ট্রফিটা হোক। তাঁরা ফিটনেস ধরে রাখলে ২০২৭ বিশ্বকাপেও খেলতে পারেন।"