Gautam Gambhir Net Worth: মোট কত সম্পত্তির মালিক টিম ইন্ডিয়ার নতুন কোচ গৌতম গম্ভীর? জানলে অবাক হবেন
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Gautam Gambhir Net Worth: কেরিয়ারের নতুন ইনিংসে দ্রুত যেভাবে সাফল্যের সিঁড়ি চড়ছেন গৌতম গম্ভীর তাতে তাঁকে নিয়ে জানার কৌতুহল আরও বেড়ে গিয়েছে ফ্যানেদের মধ্যে। এই প্রতিবেদনে আপনাদের জানাব টিম ইন্ডিয়ার নতুন কোচ কত সম্পত্তির মালিক।
advertisement
1/8

সময়টা ভাল যাচ্ছে গৌতম গম্ভীরের। ২০২৪ আইপিএলে কেকেআরের মেন্টর হয়ে ফিরেই নাইটদের চ্যাম্পিয়ন করেছেন। সেই সুবাদে কোচিং কেরিয়ারে পেয়ে গিয়েছেন বড় সুযোগ। ভারতীয় দলের কোচ হয়েছেন গৌতি।
advertisement
2/8
কেরিয়ারের নতুন ইনিংসে দ্রুত যেভাবে সাফল্যের সিঁড়ি চড়ছেন গৌতম গম্ভীর তাতে তাঁকে নিয়ে জানার কৌতুহল আরও বেড়ে গিয়েছে ফ্যানেদের মধ্যে। এই প্রতিবেদনে আপনাদের জানাব টিম ইন্ডিয়ার নতুন কোচ কত সম্পত্তির মালিক।
advertisement
3/8
ভারতীয় দলে দীর্ঘদিন খেলেছেন গৌতম গম্ভীর। খেলা হয়েছেন সাংসদ। আইপিএলের একাধিক দলের মেন্টরের কাজ করেছেন। রয়েছে পারিবারিক ব্যবসাও। ফলে গৌতম গম্ভীরের সম্পত্তি নেহাত কম নয়, তা আন্দাজ করাই যাচ্ছে।
advertisement
4/8
Financial Express.com-এর তথ্য অনুযায়ী,গৌতম গম্ভীরের আনুমানিক ২৬৫ কোটি টাকার অস্থাবর সম্পত্তি রয়েছে। এছাড়াও প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের স্থাবর সম্পত্তিও রয়েছে কোটি কোটি টাকার।
advertisement
5/8
গম্ভীরের স্থাবর সম্পত্তি সম্পর্কে যা জানা যায় তাতে তিনি দিল্লির রাজিন্দ্ররনগরের যে বাড়িতে থাকেন তার আনুমানিক মূল্য ১৫ কোটি টাকা। এছাড়াও তার নয়ডা ও মলকাপুরে একটি করে বাড়ি রয়েছে। যেগুলির আনুমানিক মূল্য যথাক্রমে চার ও এক কোটি টাকা।
advertisement
6/8
গৌতম গম্ভীরের গ্যারেজে রয়েছে নানান ধরনের নামিদামি গাড়ি। সংগ্রহে রয়েছে maruti suzuki, bolero, টয়োটা, অডি, bmw-র মত বিলাসবহুল গাড়ি। গৌতম গম্ভীরের এমন বিপুল পরিমাণ সম্পত্তির উৎস হিসাবে মূলত তার ক্রিকেট ক্যারিয়ারকেই ধরা হয়ে থাকে।
advertisement
7/8
তবে খেলোয়াড় হিসাবে এমন বিপুল টাকার রোজগারের পাশাপাশি তিনি সাংসদ হিসেবেও অনেকটাই বেতন পেয়েছেন সরকারের থেকে। এছাড়াও তারা আয়ের একাধিক উৎস রয়েছে এবং সেগুলি হল ব্র্যান্ড ইনডোর্সমেন্ট, পারিবারিক ব্যবসা, বিনিয়োগ।
advertisement
8/8
এছাড়াও ধারাভাষ্যকর হিসাবেও তিনি বিপুল পরিমাণ অর্থ রোজগার করেছেন ইতিমধ্যেই। ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে গৌতম গম্ভীর ১২ কোটি টাকা বছরে পাবেন। এছাড়া গৌতম গম্ভীর বিদেশ সফরে থাকাকালীন প্রতিদিন ২১,০০০ টাকা ভাতা পাবেন প্রতিদিন৷ এটি মাইনে ছাড়াও দৈনিক ভাতা হিসেবে দেওয়া হবে।