Shoaib Akhtar| 'আরও নৃশংস ফাস্ট বোলার তৈরি করব,' ভারতের কোচ হতে চান শোয়েব
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
এখানেই শেষ নয়, আইপিএল-এ কলকাতা নাইটরাইডার্সের কোচ হওয়ারও ইচ্ছে প্রকাশ করেছেন আখতার৷ আইপিএল-এর প্রথম বছরে (২০০৮ সাল) কেকেআর-এর প্লেয়ার ছিলেন৷
advertisement
1/6

একটা সময় তাঁর প্রতি বলের স্পিড গোনা হত৷ সবাই অধীর আগ্রহে বসে থাকত, পরের বলটায় কত স্পিড ওঠে৷ আগেরটা ঘণ্টায় ১৫০ কিমি হলে পরেরটায় ১৫৫৷ এ হেন প্রাক্তন পাক বোলার শোয়েব আখতারের ভারত-প্রেম নতুন নয়৷
advertisement
2/6
এ বার ভারতের বোলিং কোচ হওয়ার ইচ্ছে প্রকাশ করলেন শোয়েব৷ সোশ্যাল নেটওয়ার্কিং সাইট Helo-কে একটি সাক্ষাত্কারে শোয়েব জানিয়েছেন, তিনি সর্বদাই বর্তমান প্রজন্মকে নিজের অভিজ্ঞতা শেয়ার করতে চান৷ যাতে আরও দ্রুত গতির ফাস্ট বোলার তৈরি হয় ক্রিকেটে৷
advertisement
3/6
এরপরেই তিনি ভারতের বোলিং কোচ হওয়ার ইচ্ছে প্রকাশ করেন৷ বলেন, 'আমি অবশ্যই ভারতের বোলিং কোচ হতে চাই৷ আমার কাজ হল, যা জানি, তা ভবিষ্যত্ প্রজন্মকে শেখানো৷ আমি যা কিছু শিখেছি, আমি তা ছড়িয়ে দিতে চাই৷ আমি আরও আগ্রাসী, দ্রুত গতি ও ভয়ংকর বোলার তৈরি করব৷ যারা ব্যাটসম্যানকে চমকাবে প্রতিটা বলে, আচরণে৷'
advertisement
4/6
এখানেই শেষ নয়, আইপিএল-এ কলকাতা নাইটরাইডার্সের কোচ হওয়ারও ইচ্ছে প্রকাশ করেছেন আখতার৷ আইপিএল-এর প্রথম বছরে (২০০৮ সাল) কেকেআর-এর প্লেয়ার ছিলেন৷
advertisement
5/6
১৯৯৮ সালের সেই বিখ্যাত ভারত-পাক সিরিজে সচিন বনাম শোয়েবের সেই লড়াইয়ের স্মৃতিও টানলেন রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস৷
advertisement
6/6
তাঁর কথায়, 'আমি ভাবতে পারিনি, সচিন ভারতে কতটা জনপ্রিয়৷ চেন্নাইয়ে বুঝেছিলাম, ভারতের ঈশ্বর সচিন৷ ও আমার খুব ভালো বন্ধু৷ ১৯৯৮ সালে আমি যতটা সম্ভব জোরে বল করেছি, ভারতের দর্শকরাও এনজয় করেছে৷ ভারতে আমার প্রচুর ভক্ত৷'