Lionel Messi Jersey Number 30: এলএমটেন থেকে এলএমথার্টি! কেন ৩০ নম্বর জার্সি বেছে নিলেন মেসি, জানেন?
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
১০ নম্বর জার্সির মায়া ছাড়তে হল মেসিকে। তবে পিএসজিতে তাঁর ৩০ নম্বর জার্সি বেছে নেওয়ার পিছনেও একটা বড় কারণ রয়েছে।
advertisement
1/5

বার্সেলোনার সঙ্গে দীর্ঘ ২১ বছরের সম্পর্ক ছিন্ন হয়েছে তাঁর। এখন তিনি পিএসজিতে। বার্সায় থাকাকীলন ১০ নম্বর জার্সিতে খেলতেন লিও মেসি। সারা বিশ্ব তাঁকে এলএমটেন হিসাবেই চিনত। কিন্তু সেই সাধের জার্সি ছাড়তে হল মেসিকে।
advertisement
2/5
পিএসজির ব্রাজিলীয় তারকা নেইমার বন্ধু মেসিকে দশ নম্বর জার্সিটি নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু মেসি রাজি হননি। তিনি জানান, দশ নম্বর জার্সি বন্ধু নেইমারের জন্য তোলা থাকবে।
advertisement
3/5
বার্সেলোনায় দীর্ঘদিন দশ নম্বর জার্সি পরে খেলেছেন মেসি। তবে বার্সায় আরো দুটি নম্বরের জার্সি গায়ে দিয়েছেন আর্জেন্টিনার মহাতারকা। ৩০ এবং ১৯। পিএসজিতে এসে এবার ৩০ নম্বর জার্সি বেছে নিলেন মেসি।
advertisement
4/5
মেসির ৩০ নম্বর জার্সি বেছে নেওয়ার পিছনে কারণও রয়েছে। ১৭ বছর আগে ৩০ নম্বর জার্সি পরেই ন্যু ক্যাম্পে ক্লাব ফুটবলে অভিষেক হয়েছিল লিও মেসির।
advertisement
5/5
৩০ নম্বর জার্সি পরেই অবসর নিতে চান মেসি। অর্থাত্, পিএসজিতে খেলেই অবসরে যাবেন তিনি। এখন দেখার, ৩০ নম্বর জার্সি পরে কতদিন খেলেন মেসি! তবে মেসি এটাও ইঙ্গিত দিয়েছিলেন, কোনওদিন অন্য কোনও ভূমিকায় তিনি বার্সেলোনায় ফিরতে পারেন।