Happy Birthday Lionel Messi: মেসি-রোনাল্ডোর G.O.A.T লড়াইয়ে কে এগিয়ে?
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
দুজন সমকালীন অন্যতম সেরা ফুটবলারকে নিয়ে এই তুলনা নতুন কিছু নয়।
advertisement
1/5

কেউ বলেন, লিওনেল মেসি সর্বশ্রেষ্ঠ। কারও আবার মত, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো ফুটবলার আর কেউ নেই। দুপক্ষের সমর্থকরাই তাঁদের প্রিয় ফুটবলরাকে G.O.A.T বলে দাবি করেন। G.O.A.T- অর্থাত্, গ্রেটেস্ট অফ অল টাইম। আসলে এভাবে তো কাউকে সেরা ঘোষণা করা যায় না। তবে হ্যাঁ, দুজন কিংবদন্তির রেকর্ডের তুল্যমূল্য বিচার করাই যায়। তা হলে হয়তো G.O.A.T বেছে নিতে একটু সুবিধা হতে পারে। আবার নাও হতে পারে!
advertisement
2/5
দুজন সমকালীন অন্যতম সেরা ফুটবলারকে নিয়ে এই তুলনা নতুন কিছু নয়। এর আগেও পেলে-মারাদোনাকে নিয়ে এই তুলনা চলেছে। আজ মেসির জন্মদিন। তাই আজকের দিনে আরও একবার মেসি বনাম রোনাল্ডোর এই লড়াই নিয়ে কথা উঠছে। তবে এর আরও একটা কারণ রয়েছে। ইউরো কাপে ফ্রান্সের বিরুদ্ধে দুটি গোল করে অসাধারণ রেকর্ড করেছিলেন রোনাল্ডো। তাই এই তুলনা আরও বেশি করে শুরু হয়েছে।
advertisement
3/5
ক্লাব ও দেশ, দুটি জার্সিতেই রোনাল্ডো ও মেসির তুল্যমূল্য বিচার হতে পারে। যেমন রোনাল্ডো এখনও পর্যন্ত মেসির থেকে ১৫০টি বেশি ম্যাচ খেলেছেন। রোনাল্ডো খেলেছেন মোট ১০১৩ টি ম্যাচ। মেসি খেলেছেন ৮৬৭ ম্য়াচ। রোনাল্ডো মেসির থেকে বয়সে বড়। আর মেসির থেকে বছর দুয়েক আগে কেরিয়ার শুরু করেছিলেন রোনাল্ডো।
advertisement
4/5
ক্লাবের জার্সিতে দুটি মাত্র গোলে এখন মেসির থেকে এগিয়ে রয়েছেন রোনাল্ডো। পর্তুগিজ তারকার গোল সংখ্যা ৬৭৪। মেসির ৬৭২। মোট গোলের বিচারেও এগিয়ে রোনাল্ডো। মেসির মোট গোল সংখ্যা ৭৬২। মেসির ৭২১।
advertisement
5/5
গোল করানোর নিরিখে অবশ্য মেসি অনেকটাই এগিয়ে। এখনও পর্যন্ত ২২৬টি গোল করিয়েছেন মেসি। রোনাল্ডো এখনও পর্যন্ত সতীর্থদের দিয়ে ১৩৯টি গোল করিয়েছেন। আন্তজার্তিক স্তরে গোলের নিরিখে রোনাল্ডো অনেক এগিয়ে। পর্তুগিজ তারকা ১০৯টি আন্তজার্তিক গোল করে ইরানের আলি দাইয়ের রেকর্ড ছুঁয়েছেন। মেসির আন্তর্জাতিক গোল সংখ্য়া ৭৩টি।