advertisement
1/6

‘বি’ গ্রুপের খেলায় আজ মরক্কোর বিপক্ষে মাঠে নামছে পর্তুগাল। স্পেনের বিপক্ষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু করেছে ক্রিস্তিয়ানো রোনালদোর দল। (Photo: Reuters)
advertisement
2/6
স্পেনের বিরুদ্ধে রোনাল্ডো তাঁর কেরিয়ারের ৫১ তম হ্যাটট্রিক করেছিলেন। ৷ মরোক্কো ম্যাচেও গোলদুর্গের দায়িত্ব সামলাবেন প্যাট্রিসিও ৷ এছাড়া প্রথম একাদশের বাকি ফুটবলাররা হলেন পেপে, ফোন্তে, গুরেরিও , কারভালহো, মউতিনহো, মারিও , সিলভা, গুয়েদেস, রোনাল্ডো (Photo: Reuters)
advertisement
3/6
আজ বিশ্বকাপের গ্রুপ বি-এর ম্যাচে মুখোমুখি হচ্ছে স্পেন এবং ইরান ৷ স্পেন, পর্তুগাল যেখানে পয়েন্ট ভাগাভাগি করেছে সেখানে মরক্কোকে হারিয়ে শীর্ষে রয়েছে ইরান। (Photo: Reuters)
advertisement
4/6
স্পেনের আক্রমণ রুখতে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। এবারই প্রথম মুখোমুখি হচ্ছে দুই দল। (Photo: Reuters)
advertisement
5/6
এবার শেষ ষোলোর লক্ষ্য নিয়ে আজ রাতে সৌদি আরবের মুখোমুখি হবে উরুগুয়ে। (Photo: Reuters)
advertisement
6/6
গত ম্যাচে গোলের দেখা পাননি সুয়ারেস। হ্যাটট্রিক সুযোগ পেলেও লক্ষ্যভেদ করতে পারেননি একটিও। (Photo: Reuters)