Sunil Chetri Touches Pele's Record: কিংবদন্তি পেলের রেকর্ড ছুঁলেন সুনীল ছেত্রী, এর পরও অবসর নেবেন?
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Sunil Chetri touches Pele's Record: পেলের রেকর্ড ছুঁলেন ভারতীয় অধিনায়ক। ইউরোপের কোনও বড় লিগে খেললে হয়তো সুনীল ছেত্রীকে নিয়ে ব্যাপক মাতামাতি হত।
advertisement
1/5

সাফ কাপে নেপালের বিরুদ্ধে কেরিয়ারের ৭৭তম আন্তর্জাতিক গোল করেছেন তিনি। ৩৭ বছর বয়সেও তিনি অসাধারণ ফিট। এখনও গোলের খিদে সমান। আর এবার তো কিংবদন্তি পেলের রেকর্ড ছুঁয়ে ফেলেছেন সুনীল ছেত্রী।
advertisement
2/5
ইউরোপের কোনও বড় লিগে খেললে হয়তো সুনীল ছেত্রীকে নিয়ে ব্যাপক মাতামাতি হত। কিন্তু তিনি ভারতীয় দলের হয়ে খেলেন বলেই কি এত রেকর্ড গড়ার পরও বিশ্ব ফুটবলে সুনীলকে নিয়ে কথা হয় না! না হলে আন্তর্জাতিক গোলের রেকর্ডে এখন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (১১২), লিওনেল মেসি (৭৯)-র পরই আমিরশাহির আলি মাবখৌতের সঙ্গে তিন নম্বরে রয়েছেন সুনীল। দুজনের গোল সংখ্যা ৭৭।
advertisement
3/5
সাফ কাপে ভারতীয় ফুটবল দলের পারফরম্যান্স ছিল হতাশাজনক। বাংলাদেশ, শ্রীলঙ্কার বিরুদ্ধে ড্রয়ের পর সুনীলকে সমালোচনার মুখে পড়তে হচ্ছিল। তবে ফের গোলে ফিরেছেন সুনীল। তাঁর করা একমাত্র গোলেই নেপালকে হারিয়েছে ভারত। আর একইসঙ্গে পেলের রেকর্ড স্পর্শ করলেন সুনীল।
advertisement
4/5
৯২টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ৭৭ গোল করেছিলেন ব্রাজিলের কিংবদন্তি পেলে। আর সুনীল ১২৩টি ম্যাচ খেলে করলেন ৭৭টি গোল। তবে এরই মধ্যে উস্কে গিয়েছিল সুনীলের অবসর জল্পনা। বলা হচ্ছিল, তিনি ২০২৩ এশিয়ান কাপ খেলেই অবসর নিতে পারেন। কারণ দলের পারফরম্যান্সে তিনি হতাশ, বিষন্ন। পেলের মহারেকর্ড স্পর্শ করার পরও কি অবসরের কথা ভাবছেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক!
advertisement
5/5
সুনীল এদিন বলেছেন, ''সত্যি বলতে ভবিষ্যত্ নিয়ে এখনও কোনও পরিকল্পনা করিনি। রোজ সকালে উঠে ট্রেনিং করি। নিজেকে ম্যাচ ফিট রাখার চেষ্টা করি সবসময়। যতদিন খেলাটাকে উপভোগ করব ততদিন খেলা চালিয়ে যাব। আমি আরও একবার সাফ জিততে চাই। আপাতত সেটা নিয়েই ভাবছি।''