Euro 2020: রোনাল্ডোর সেই ব্যাক হিল গোলের কথা মনে আছে তো? আজ আবার সামনে হাঙ্গেরি
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
সেই ম্য়াচে হাঙ্গেরির সঙ্গে ৩-৩ ড্র করেছিল পর্তুগাল।
advertisement
1/5

পাঁচ বছর আগে করা গোল। কিন্তু এমনই গোল যে সমর্থকরা ভুলতে পারবেন না। ২০১৬ ইউরো কাপে হাঙ্গেরির বিরুদ্ধেই ব্যাক হিল গোল করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আন্তর্জাতিক মঞ্চে রোনাল্ডো এমন ছেলেখেলা করা গোল নিয়ে আলোচনা হয়েছিল প্রচুর।
advertisement
2/5
সেই ম্য়াচে হাঙ্গেরির সঙ্গে ৩-৩ ড্র করেছিল পর্তুগাল। রোনাল্ডো সেই ম্যাচে দুটি দুরন্ত গোল করেছিলেন। তবে রোনাল্ডোর দলকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলেছিল হাঙ্গেরি। এবার সেই হাঙ্গেরির বিরুদ্ধেই ইউরো কাপ অভিযান শুরু করবে পর্তুগাল।
advertisement
3/5
রোনাল্ডোর হয়তো এটাই শেষ ইউরো কাপ। আর এবার পর্তুগিজ তারকা একগাদা রেকর্ডের সামনে দাঁড়িয়ে। এখনও পর্যন্ত চারটি ইউরো খেলেছেন রোনাল্ডো। আজ নামলে তিনি পাঁচটি ইউরো খেলে ফেলবেন। যা কিনা রেকর্ড।
advertisement
4/5
এখনও পর্যন্ত ইউরোতে ২১টি ম্যাচ খেলেছেন রোনাল্ডো। গোল করেছেন ৯টি। লাগাত দুবার ট্রফি জেতা প্রথম অধিনায়ক হিসাবে রেকর্ড গড়ার হাতছানি রয়েছে তাঁর সামনে। গতবারের মতো এবারও তিনি দুরন্ত ফর্মে রয়েছেন।
advertisement
5/5
২০০৪ সালে পর্তুগালের হয়ে ইউরো কাপে অভিষেক হয়েছিল রোনাল্ডোর। সেবারই গোল করেছিলেন। চারটি ইউরোতে ২১টি ম্য়াচ খেলে ৯টি গোল করেছেন তিনি। মিশেল প্লাতিনিও ইউরোতে ৯টি গোল করেছেন। এবার রোনাল্ডোর তাঁকে ছাপিয়ে যাওয়ার সুযোগ রয়েছে।