Euro 2020: 'ক্রিস, ক্রিস আই লাভ ইউ'! গোল করেই প্রিয় বন্ধুর জন্য চিত্কার লুকাকুর
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
প্রিয় বন্ধু এরিকসন তখন হাসপাতালে।
advertisement
1/5

গোল করেই তিনি ছুটে গেলেন ক্যামেরার সামনে। ক্যামেরাম্যান ততক্ষণে বুঝে গিয়েছেন, রোমেলু লুকাকু কিছু একটা বলতে চান ক্যামেরার সামনে। তাই তিনিও লেন্স তাক করলেন সঙ্গে সঙ্গেই।
advertisement
2/5
ক্রিস, ক্রিস আই লাভ ইউ। ক্যামেরা ধরে লেন্সের সামনে বললেন বেলজিয়াম তারকা লুকাকু। তাঁর প্রিয় বন্ধু এরিকসন তখন হাসপাতালে। তবে বিপন্মুক্ত। পুরনো বন্ধু মাঠেই লুটিয়ে পড়ার পর দুশ্চিন্তায় ছিলেন লুকাকু।
advertisement
3/5
এদিন রাশিয়ার বিরুদ্ধে দুটি গোল করলেন লুকাকু। প্রথম গোলটি উত্সর্গ করলেন ইন্টার মিলানে তাঁর সতীর্থ ও পুরনো বন্ধু ডেনমার্কের এরিকসনকে। ফিনল্যান্ডের বিরুদ্ধে নেমে ৪৩ মিনিটের মাথায় মাটিতে লুটিয়ে পড়েছিলেন এরিকসন।
advertisement
4/5
গত মরশুমে ইন্টার মিলান সিরি আ চ্যাম্পিয়ন হয়েছিল। সেই দলে একসঙ্গে খেলেছিলেন এরিকসন ও লুকাকু। এরিকসনের সঙ্গে বেলজিয়াম তারকার সম্পর্ক অনেক পুরনো। তাই প্রিয় বন্ধুর অসুস্থতার খবরে তিনি ছটফট করছিলেন।
advertisement
5/5
এরিকসন ভাল আছেন। মাঠেই তাঁর প্রাথমিক চিকিত্সা হয়েছিল। ডেনমার্ক অধিনায়ক সিমন জারের উপস্থিত বুদ্ধিতে প্রাণে বেঁচে যান এরিকসন। প্রিয় বন্ধুর সুস্থতার খবর পেয়ে হাঁফ ছেড়ে বেঁচে ছিলেন লুকাকুও।