Euro 2020: কোল্ড ড্রিঙ্কের প্রতি এত রাগ কেন ফুটবলারদের! এবার বোতল সরালেন ইতালির তারকা
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
একের পর এক ফুটবলার কোল্ড ড্রিঙ্ক প্রত্যাখান করছেন।
advertisement
1/5

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর এবার ইতালির ম্যানুয়েল লোকাতেল্লি। একের পর এক তারকা ঠাণ্ডা পানীয়ের প্রতি নিজেদের অপছন্দ প্রকাশ করে ফেলছেন। রোনাল্ডোর পর এবার লোকাতেল্লি সাংবাদিক বৈঠকে এসে কোল্ড ড্রিঙ্কের বোতল সরিয়ে রাখলেন।
advertisement
2/5
Coca-Cola এবার ইউরো কাপের অন্যতম স্পনসর। পর্তুগাল-হাঙ্গেরি ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে এসে রোনাল্ডো আচমকাই কোল্ড ড্রিঙ্কের বোতল টেবিল থেকে সরিয়ে রাখেন। তার পর হঠাত্ করেই বলেন, জল খান। অর্থাত্, কোল্ড ড্রিঙ্ক পান না করার বার্তা দেন তিনি। এবার একই কাণ্ড ঘটালেন লোকাতেল্লি।
advertisement
3/5
রোনাল্ডোর পর ফরাসী তারকা পল পোগবা সাংবাদিক বৈঠকে এসে টেবিলের উপর থেকে বিয়ারের বোতল সরিয়ে রাখেন। সেই বিয়ার প্রস্তুতকারক সংস্থাও এবার ইউরোর অন্যতম স্পনসর। এদিন ইতালিয়ান মিডফিল্ডার লোকাতেল্লিও রোনাল্ডো, পোগবার পথে হাঁটলেন।
advertisement
4/5
গ্রুপ স্টেজের ম্য়াচে ইতালির হয়ে দুটি গোল করেছেন লোকাতেল্লি। তিনি এদিন সাংবাদিক সম্মেলনে এসে জলের বোতল হাতে তুলে নেন। যেন রোনাল্ডোর জল পানের পরামর্শ এক কথা মেনে নিয়েছেন তিনি।
advertisement
5/5
লোকাতেল্লির গোলের সৌজন্যে ইতালি প্রথম দল হিসাবে নক-আউট পর্বে কোয়ালিফাই করেছে। এবার ইউরোতে তিনি অন্যতম তারকা। তাঁর মতো ফুটবলারের কোল্ড ড্রিঙ্ক প্রত্যাখান কোকা কোলাকে আবার আর্থিক ক্ষতির মুখে দাঁড় করাতে পারে।