TRENDING:

Lionel Messi In PSG: আজ-কালের মধ্যেই পিএসজি-তে মেসির মেডিকেল টেস্ট! বার্সাকে দিয়ে গেলেন 'ওয়ার্নিং'

Last Updated:
পিএসজিতে মেসির চুক্তি হতে পারে ২ বছরের। বেতন কত হতে পারে জানেন?
advertisement
1/5
আজ-কালের মধ্যেই পিএসজি-তে মেসির মেডিকেল টেস্ট! বার্সাকে দিয়ে গেলেন 'ওয়ার্নিং'
কান্নাভেজা সংবাদ সম্মেলন। নিজেও কাঁদলেন, সবাইকে কাঁদালেন। তার পরই চিবুক শক্ত করে লিও মেসি বলে গেলেন, ''এই দুঃখ গভীর। তবে ক্ষণস্থায়ী। এখান থেকে বেরিয়ে আমি আবার সেরাটা দিয়ে ফুটবল খেলব। বার্সেলোনার বিরুদ্ধেই হয়তো খেলব। আমি ট্রফি জিততে ভালবাসি। ট্রফি জেতাই আমার কাছে শেষ কথা।''
advertisement
2/5
যাওয়ার আগে বার্সেলোনাকে কার্যত ওয়ার্নিং দিয়ে গেলেন মেসি। প্রকাশ্যে এটাও বলে গেলেন, তাঁর নামে মিথ্যে ছড়ানো হচ্ছে। ২১ বছরের সম্পর্ক তাঁর ও বার্সেলোনার। আচমকাই সব যেন তিতকুটে হয়ে গেল। স্পেন ছেড়ে এবার মেসি প্যারিসের পথে।
advertisement
3/5
লিওনেল মেসির পিএসজিতে যোগদান সময়ের অপেক্ষা। দু-একদিনের মধ্যেই পিএসজিতে মেসির মেডিকেল টেস্ট হবে বলে খবর। পিএসজিতে মেসির যাওয়ার সবটাই পাকা হয়েছে। মেসি নিজেও এদিন সাংবাদিক সম্মেলনে ইঙ্গিত দিয়েছেন তেমনই।
advertisement
4/5
গত মরশুমেই মেসির বার্সেলোনা ছাড়া প্রায় পাকা হয়ে গিয়েছিল। তবে শেষ পর্যন্ত থেকে গিয়েছিলেন মেসি। চলতি বছর ৩০ জুন বার্সার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যায় তাঁর। জানা যায়, মেসির সঙ্গে পাঁচ বছরের চুক্তি হতে পারে বার্সার। তবে ক্লাবের সভাপতি লাপোর্তা দুদিন আগে জানিয়ে দেন, লিগের বেঁধে দেওয়া বেতনের সীমা অতিক্রম করে যাচ্ছে মেসির চুক্তি। তাই তাঁকে রাখা আর সম্ভব নয়।
advertisement
5/5
পিএসজি মেসির কমফোর্ট জোন। আর সেটা অবশ্যই বন্ধু নেইমার আছে বলেই। জানা যাচ্ছে, পিএসজিতে মেসির চুক্তি হবে ২ বছরের। দুপক্ষ চাইলে তা আরও এক বছর বাড়তে পারে। মেসির বেতন হবে ৪ কোটি ইউরো।
বাংলা খবর/ছবি/খেলা/
Lionel Messi In PSG: আজ-কালের মধ্যেই পিএসজি-তে মেসির মেডিকেল টেস্ট! বার্সাকে দিয়ে গেলেন 'ওয়ার্নিং'
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল