Lionel Messi Debut For Paris Saint-Germain: আর মাত্র সাতদিনের অপেক্ষা, পিএসজির জার্সিতে প্রথম ম্যাচে নামবেন মেসি!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Lionel Messi PSG: মেসি ভক্তদের জন্য বড় খবর। পিএসজির জার্সিতে কবে নামবেন প্রথম ম্যাচ খেলতে, জানিয়ে দিলেন কোচ পোচেত্তিনো।
advertisement
1/5

নতুন ক্লাবের জার্সি গায়ে এখনও প্রথম ম্য়াচ খেলতে নামেননি লিওনেল মেসি। পিএসজির ৩০ নম্বর জার্সি পরে তিনি কবে প্রথম ম্য়াচ খেলতে নামবেন, জানিয়ে দিলেন পিএসজির কোচ মরিসিও পোচেত্তিনো।
advertisement
2/5
পরের সপ্তাহান্তে Ligue 1-এর ম্যাচে রেইমসের বিরুদ্ধে নামতে পারেন মেসি। এমনই জানিয়েছেন পিএসজি কোচ।
advertisement
3/5
পরের মাসে কাতার বিশ্বকাপের জন্য কোয়ালিফায়ারের ম্যাচ খেলতে নামবে আর্জেন্টিনা। মেসি চাইলে জাতীয় দলে যোগ দিতে পারেন। জানিয়ে দিয়েছেন পোচেত্তিনো।
advertisement
4/5
লিগ ওয়ানে পর পর তিনটে ম্যাচ জিতেছে পিএসজি। এর পর মেসি নামলে দল আরও শক্তিশালী হবে বলে দাবি করছেন কোচ। ফলে আপাতত তিনি খোশমেজাজে।
advertisement
5/5
গত ম্যাচেই ব্রেস্টের বিরুদ্ধে ৪-২ গোলে জিতেছে পিএসজি। ৩০ অগাস্ট রেইমসের বিরুদ্ধে ম্যাচ রয়েছে পিএসজির। ওই ম্যাচে দেখা যেতে পারে মেসিকে।