TRENDING:

Euro 2020: কার্ডিয়াক অ্যারেস্ট! Christian Eriksen-এর আর ইতালিতে খেলা হবে না!

Last Updated:
ইতালিতে আর খেলা হবে না এরিকসনের! ডাক্তাররা কী বলছেন শুনুন।
advertisement
1/5
কার্ডিয়াক অ্যারেস্ট! Christian Eriksen-এর আর ইতালিতে খেলা হবে না!
তা হলে কি ইন্টার মিলানের জার্সি গায়ে আর খেলা হবে না ক্রিশ্চিয়ান এরিকসনের! ২৯ বছর বয়সী মিডফিল্ডার ফিনল্য়ান্ডের বিরুদ্ধে ম্যাচে মাটিতেই লুটিয়ে পড়ে ছিলেন। মাঠেই তাঁকে আর্জেন্ট CPR দেন চিকিত্সকরা। তার পর সোজা নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
advertisement
2/5
আপাতত এরিকসনের শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে চিকিত্সকরা মনে করছেন, এরিকসনের কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। চিকিত্সকদের মত, এরিকসন হয়তো ইন্টার মিলানের জার্সি গায়ে আর নামতে পারবেন না।
advertisement
3/5
ইতালির আইন অনুযায়ী, কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার পর কোনও ফুটবলার ক্লাব বা আন্তর্জাতিক স্তরে খেলতে পারবেন না। সেই নিয়ম অনুযায়ী এখন ইন্টার মিলানে এরিকসনের কেরিয়ার নিয়ে সংশয় দেখা দিয়েছে।
advertisement
4/5
কার্ডিওলজিস্ট স্কট মারে বলছিলেন, কুড়ি বছরের বেশি সময় ধরে ইতালিতে এই আইন রয়েছে। কার্ডিয়াক সমস্যা থাকলে ইতালির প্রশাসন কাউকে মাঠে নামতে দেয় না। এই নিয়ম চালু হওয়ার পর থেকে মাঠে প্রাণহানির ঘটনা তিন শতাংশে নামিয়ে এনেছে ইতালির প্রশাসন। তাই ইন্টার মিলানের হয়ে এরিকসনের খেলার সম্ভাবনা কম। হৃদযন্ত্রে সমস্যা নিয়ে ইতালিতে খেলা যায় না। ইতালির ক্রীড়া প্রশাসকরা অ্যাথলিটদের সেরা উপায়ে স্ক্রিনিং করে তবেই মাঠে নামায়।
advertisement
5/5
ডেনমার্কের হয়ে অবশ্য এরিকসনের খেলার সম্ভাবনা রয়েছে। তবে সেটাও নির্ভর করছে এরিকসনের শারীরিক অবস্থার উপর। ইন্টার মিলান গত মরশুমে সিরি আ জিতেছিল। সেই চ্য়াম্পিয়ন দলের অন্যতম সদস্য ছিলেন এরিকসন। কিন্তু এখন ক্লাবের হয়ে তাঁর খেলার সম্ভাবনা ক্ষীণ।
বাংলা খবর/ছবি/খেলা/
Euro 2020: কার্ডিয়াক অ্যারেস্ট! Christian Eriksen-এর আর ইতালিতে খেলা হবে না!
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল