TRENDING:

সুপারস্টারের ডাকে মাঠে আইকন, দেবকে ফুটবল টিপস ভাইচুংয়ের

Last Updated:
advertisement
1/6
সুপারস্টারের ডাকে মাঠে আইকন, দেবকে ফুটবল টিপস ভাইচুংয়ের
ডজ, ড্রিবলটা ঠিকই ছিল। আউটসাইডটা ম্যানেজ হচ্ছিল না কিছুতেই। আইকনের হালকা টিপস। পাহাড়ি বিছের নজরদারিতে দু-একবার অনুশীলন। আর তাতেই সব জল-ভাত। বিধাননগর সেন্ট্রালপার্কের মাঠে ইনসাইড-আউটসাইডে অবলীলায় জালে বল জড়াচ্ছিলেন খোকাবাবু। Story and Photo- Paradip Ghosh
advertisement
2/6
সুপারস্টারের সঙ্গে একফ্রেমে ফুটবল আইকন। ছুটির সকালে শহর সাক্ষি থাকল ফ্রেমে বাঁধানো কিছু সোনার মুহূর্তের। Photo- Paradip Ghosh
advertisement
3/6
ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় ক্রীড়াসাংবাদিক দুলাল দে-র চিত্রনাট্যে ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর বায়োপিক ‘গোলন্দাজ’-এ নামভূমিকায় অভিনয় করছেন দেব। Photo- Paradip Ghosh
advertisement
4/6
ফি-সকালে ফুটবল এখন নিত্যসঙ্গী সুপারস্টারের। কিন্তু রবিবারের সকালটা ছিল একেবারে অন্যরকম। ভারতীয় ফুটবলের জনককে নিয়ে সিনেমা বলে কথা। দেবের আমন্ত্রণে সিকিম থেকে কলকাতা উড়ে এসেছিলেন ভারতীয় ফুটবলের আইকন। সামনে দাঁড়িয়ে দেবের অনুশীলন দেখলেন। টুকরো টিপস দিলেন। বদলে দিলেন সুপারস্টারের প্লেয়িং স্টাইল। ফিরে যাওয়ার আগে গোলন্দাজ-এর টিমকে সিকিমে আমন্ত্রণও জানালেন পাহাড়ি ঝর্ণা। পাল্টা সৌজন্য দেখিয়ে ভাইচুং ভুটিয়াকে ধন্যবাদ দিলেন টলিউড সুপারস্টার। Photo- Paradip Ghosh
advertisement
5/6
ফি-সকালে ফুটবল এখন নিত্যসঙ্গী সুপারস্টারের। কিন্তু রবিবারের সকালটা ছিল একেবারে অন্যরকম। ভারতীয় ফুটবলের জনককে নিয়ে সিনেমা বলে কথা। দেবের আমন্ত্রণে সিকিম থেকে কলকাতা উড়ে এসেছিলেন ভারতীয় ফুটবলের আইকন। সামনে দাঁড়িয়ে দেবের অনুশীলন দেখলেন। টুকরো টিপস দিলেন। বদলে দিলেন সুপারস্টারের প্লেয়িং স্টাইল। ফিরে যাওয়ার আগে গোলন্দাজ-এর টিমকে সিকিমে আমন্ত্রণও জানালেন পাহাড়ি ঝর্ণা। পাল্টা সৌজন্য দেখিয়ে ভাইচুং ভুটিয়াকে ধন্যবাদ দিলেন টলিউড সুপারস্টার। Photo- Paradip Ghosh
advertisement
6/6
কে জানত, ছুটির সকালের সেরা ফ্রেমটা তখনও বাকি। বিমান ধরার তাড়া ছিল ভাইচুংয়ের। অনুশীলন ছেড়ে বেরিয়ে এসে ভাইচুংকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিলেন দেব। এক চ্যাম্পিয়নকে অন্য চ্যাম্পিয়নের কুর্নিশ। বক্স-অফিসে 'গোলন্দাজ'-র ভাগ্য জানতে ঢের দেরি, তবে দুই জগতের দুই সেরাকে মিলিয়ে দেওয়ার জন্য শুভেচ্ছা তো এখনই প্রাপ্য গোলন্দাজের।​Photo- Paradip Ghosh
বাংলা খবর/ছবি/খেলা/
সুপারস্টারের ডাকে মাঠে আইকন, দেবকে ফুটবল টিপস ভাইচুংয়ের
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল