Euro 2020: প্রার্থনায় ছিল গোটা বিশ্ব, মাঠে লুটিয়ে পড়া এরিকসেন এখন আছেন কেমন?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Euro 2020: ডেনমার্ক ফুটবল অ্যাসোসিয়েশন এবং উয়েফা থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ক্রিশ্চিয়ান এরিকসেন সুস্থ আছেন, কথাও বলছেন তিনি।
advertisement
1/5

#কোপেনহেগেন: সবেমাত্র শুরু হয়েছে টুর্নামেন্ট, এরই মধ্যে মর্মান্তিক দৃশ্য ইউরো কাপে। ডেনমার্ক বনাম ফিনল্যান্ড ম্যাচ চলাকালীন মাঠেই লুটিয়ে পড়েন ক্রিশ্চিয়ান এরিকসেন৷ ড্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার ম্যাচের ৪৫ মিনিটে একটি থ্রো রিসিভ করা মাত্রই মাঠে শুয়ে পড়েন৷ সেই সময় তাঁর কাছাকাছি পক্ষ-বিপক্ষের কোনও ফুটবলারই ছিলেন না৷ এভাবে তাঁকে পড়ে যেতে দেখে রেফারি সঙ্গে সঙ্গে খেলা থামিয়ে মাঠে চিকিৎসকদের ডাকেন৷ সেই সময় মনে করা হয়েছিল, হয়ত মাঠের মধ্যেই প্রাণহানী হয়েছে ওই ফুটবলারের।
advertisement
2/5
কিন্তু ডেনমার্ক ফুটবল অ্যাসোসিয়েশন এবং উয়েফা থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ক্রিশ্চিয়ান এরিকসেন সুস্থ আছেন, কথাও বলছেন তিনি। এর পরই স্বস্তির নিশ্বাস ফেলে ফুটবল বিশ্ব।
advertisement
3/5
এভাবে এরিকসেন ফিরে আসায় রেফারি অ্যান্টনি টেলরকে ধন্যবাদ দিয়েছেন অনেকেই। এরিকসেন মাটিতে পড়ে যেতেই একটুও সময় নষ্ট না করে খেলা থামিয়ে দিয়েছিলেন টেলর। এরপর চিকিৎসক দল অত্যন্ত তৎপরতার সঙ্গে প্রাথমিক চিকিৎসা শুরু করেছিলেন এরিকসেনের। ডেনমার্কের ফুটবলাররা এরিকসেনের চারপাশে বলয় তৈরি করেন, যে দৃশ্য ফুটবল ইতিহাসে জায়গা করে নেবে।
advertisement
4/5
অনেকের মুখেই উঠে আসছে ড্যানিশ অধিনায়ক কায়েরের কথা। এরিকসেন পড়ে যেতেই তিনিই প্রথম সবার আগে ছুটে যান এরিকসেনের কাছে। এরিকসেনের বুকে চাপ দিয়ে কৃত্রিম ভাবে তাঁর শ্বাস প্রক্রিয়া চালু রাখেন তিনি। যা এরিকসেনকে ফিরে পেতে অত্যন্ত কার্যকরী হয়েছে বলেই অনুমান অনেকের। এমনকী মাঠেই এরিকসেনের স্ত্রী সাবরিনাকে কায়েরের সান্ত্বনা দেওয়ার দৃশ্যও মন ছুঁয়েছে অনেকের।
advertisement
5/5
বর্তমানে হাসপাতালে স্থিতিশীল রয়েছেন এরিকসেন। শ্বাস-প্রশ্বাসও এখন স্বাভাবিক রয়েছে তাঁর। দ্রুত সুচিকিৎসার জন্যই জীবনরক্ষা হয়েছে এরিকসেনের। মাঠে যেভাবে প্রাথমিক চিকিৎসা করা হয়েছিল তাঁর, তাও অনবদ্য।