TRENDING:

Diego Maradona Death: মারাদোনার মৃত্যু পূর্বপরিকল্পিত খুন! চিকিত্সকের বিপদ বাড়ল

Last Updated:
তিনজন চিকিত্সকের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত খুনের অভিযোগে মামলা দায়ের হয়েছে।
advertisement
1/5
Diego Maradona: মারাদোনার মৃত্যু পূর্বপরিকল্পিত খুন! চিকিত্সকের বিপদ বাড়ল
২০২০-র নভেম্বর। আচমকাই যেন স্তব্ধ হয়েছিল ফুটবল বিশ্ব। মারাদোনার মৃত্যু খবর কিছুতেই মানতে পারছিলেন না তাঁর ভক্তরা। চিকিত্সকরা জানিয়েছিলেন, হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছিল তাঁর। কিন্তু তার পর মারাদোনার মেয়ে বাবার মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন তোলেন।
advertisement
2/5
হার্ট অ্যাটাকে মৃত্যু হলেও মারাদোনা শেষবেলায় চিকিত্সকদের অবহেলার শিকার হয়েছিলেন। এমনই অভিযোগ উঠেছিল। লিওপোলডো লুক, মারাদোনার নিউরোসার্জন এর পর মিডিয়ার সামনে এসে কেঁদে ফেলেছিলেন। তাঁর দাবি ছিল, তিনি তারকা ফুটবলারকে বাঁচানোর সবরকম চেষ্টা করেছিলেন। চিকিত্সায় কোনও গাফিলতি ছিল না।
advertisement
3/5
এবার লুকসমেত তিনজন চিকিত্সকের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত খুনের অভিযোগে মামলা দায়ের হয়েছে। মারাদোনার মেয়ের অভিযোগের ভিত্তিতে এই মামলা হয়েছে। তবে চিকিত্সায় গাফিলতির অভিযোগ আর এবার ওঠেনি।
advertisement
4/5
এবার প্রশ্ন হচ্ছে, পূর্বপরিকল্পিত খুন কেন বলা হচ্ছে! অভিযোগকারী পক্ষের দাবি, জীবনের শেষ কয়েকটা দিন মারাদোনা মদ, মারিজুয়ানায় ডুবে ছিলেন। তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার হয়েছিল। ফলে জীবনের ঝুঁকি ছিল। তার মধ্যে মানসিকভাবে সুস্থ থাকার জন্য মারাদোনা একের পর এক হাই ডোজ ওষুধ সেবন করছিলেন। আর চিকিত্সকরা সেসবই জানতেন। কারণ মারাদোনা সেই সময় চিকিত্সকদের নজরে ছিলেন। তবুও মারাদোনাকে একবারও নেশাদ্রব্য থেকে দূরে থাকতে বলেননি চিকিত্সকরা।
advertisement
5/5
অভিযোগ উঠেছে, ওই চিকিতসকরা মারাদোনার প্রাণের ঝুঁকি থাকা সত্ত্বেও তাঁকে সাবধান করেননি। চিকিত্সকরা নাকি জানতেন, এতটা অসাবধানতার জন্য সদ্য অস্ত্রোপচার হওয়া মারাদোনার মৃত্যু হতে পারে। সেই সময় মারাদোনার শরীর বারবার খারাপ হচ্ছিল। তবে মারাদোনার মৃত্যু চিকিত্সার গাফিলতির জেরে হয়নি বলে দাবি করেছে অভিযোগকারীর আইনজীবী।
বাংলা খবর/ছবি/খেলা/
Diego Maradona Death: মারাদোনার মৃত্যু পূর্বপরিকল্পিত খুন! চিকিত্সকের বিপদ বাড়ল
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল