Cristiano Ronaldo Expecting Twins: যমজ সন্তানের বাবা হচ্ছেন রোনাল্ডো! ছবি পোস্ট করে দিলেন বড় সুখবর
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Cristiano Ronaldo: যমজ সন্তানের আলট্রাসাউন্ডস-এর ছবি পোস্ট করলেন রোনাল্ডো।
advertisement
1/5

যমজ সন্তানের বাবা হচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বৃহস্পতিবার ছবি পোস্ট করে সুখবর দিলেন পর্তুগিজ তারকা।
advertisement
2/5
বৃহস্পতিবার যমজ সন্তানের আলট্রাসাউন্ডস-এর একটি ছবি শেয়ার করেছেন। জর্জিনা রডরিগেজের সঙ্গে রোনাল্ডোর ছবি এখন ভাইরাল।
advertisement
3/5
২০১০ সালে প্রথমবার পুত্রসন্তানের বাবা হন রোনাল্ডো। তবে সেই সন্তানের মা কে, সেটা এখনও রোনাল্ডো জানাননি। এর পর সারেগেট মাদার-এর মাধ্যমে মেয়ে ইভা ও ছেলে মাতেওর বাবা হন রোনাল্ডো।
advertisement
4/5
আর্জেন্টাইন মডেল জর্জিনা ও রোনাল্ডোর ঘরে একটি তিন বছরের মেয়ে রয়েছে। এই নিয়ে ষষ্ঠবার বাবা হবেন ম্যান ইউ তারকা।
advertisement
5/5
২০১৬ সালে একটি বহুজাতিক সংস্থার স্টোর-এ জর্জিনার সঙ্গে দেখা হয় রোনাল্ডোর। সেই সময় ওই স্টোরে ঘণ্টায় ১০ ডলারের বিনিময়ে কাজ করতেন জর্জিনা। আর রোনাল্ডো তখন রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার।