Cristiano Ronaldo: ৩৩ হাজার কোটি টাকা ক্ষতি! রোনাল্ডোকে ছেড়ে কথা বলল না কোল্ড ড্রিঙ্ক সংস্থা
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
এত টাকার ক্ষতি। রোনাল্ডোকেও দু-চার কথা শুনিয়ে দিল কোল্ড ড্রিঙ্ক প্রস্তুতকারক সংস্থা।
advertisement
1/5

কোল্ড ড্রিঙ্ক তাঁর পছন্দ নয়। তাই সাংবাদিক বৈঠকে এসে টেবিলের উপর রাখা কোল্ড ড্রিঙ্কের বোতল সরিয়ে রেখেছিলেন পাশে। তার পর মাইক মুখের সামনে ধরে বার্তা দেন, জল খান। ব্যস, এতেই ঠাণ্ডা পানীয় প্রস্তুত সংস্থার ৩৩ হাজার কোটি টাকা আর্থিক ক্ষতি। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নিজেই তো ব্র্যান্ড আসলে।
advertisement
2/5
বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা তিনি। তাঁর বার্তা অনেকের উপর প্রভাব ফেলবে। ৩৬ বছর বয়সী রোনাল্ডো ফিটনেস-এর ব্যাপারে কোনও আপোস করেন না। তাই যে জিনিস তাঁর স্বাস্থ্যের ক্ষতি করে তা তিনি ছুঁয়েও দেখেন না। এদিন তাই ঠাণ্ডা পানীয়র বোতল দুটি সরিয়ে রেখেছিলেন রোনাল্ডো।
advertisement
3/5
ক্রিশ্চিয়ানোর কথা শুনে তাঁর ভক্তদের অনেকেই কোল্ড ড্রিঙ্ক পানের অভ্যেস ত্যাগ করবেন। আর ঠাণ্ডা পানীয় প্রস্তুতকারক সংস্থার শেয়ারে ইতিমধ্যে তার প্রভাব পড়েছে। সেই ঠাণ্ডা পানীয় প্রস্তুতকারক সংস্থা এবার ইউরো কাপের অন্যতম স্পনসর।
advertisement
4/5
ঠাণ্ডা পানীয় সংস্থাটিও রোনাল্ডোকে ছেড়ে কথা বলল না। একটি বিবৃতিতে তারা জানিয়েছে, রোনাল্ডোর জন্য তবে জল থাক। সবার নিজের পছন্দ রয়েছে। টেস্ট ও চাহিদা অনুযায়ী সবার পানীয়ের পছন্দ আলাদা।
advertisement
5/5
সেই সংস্থার মুখপাত্র আরও বলেন, ফুটবলারদের জলও দেওয়া হয়। আবার জিরো সুগার ঠাণ্ডা পানীয়ও দেওয়া হয়। তাঁদের ফিটনেসের কথা মাথায় রেখেই এটা করা হয়। প্রেস কনফারেন্সে এসে অনেক ফুটবলার জিরো সুগার পানীয় পান করে। কিন্তু যার যেটা পছন্দ সে তো সেটাই বেছে নেবে!