Euro 2020 Updates: স্টেডিয়ামের বাইরে গাড়ি বোমা উদ্ধার! ইউরোতে জঙ্গি হামলার ছক?
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
একজন পথচারী ওই গাড়িটি থেকে কয়েকটি তার বেরিয়ে থাকতে দেখেন।
advertisement
1/5

ইউরো কাপে কি নাশকতার ছক কষেছিল জঙ্গিরা! এবার ইউরো কাপের মধ্যেই রোমে গাড়িবোমা উদ্ধার করল পুলিশ। নিরাপত্তাকর্মীরা তল্লাশি চালানোর সময় একটি গাড়িতে সন্দেহজনক জিনিস দেখতে পান।
advertisement
2/5
স্টেডিয়াম থেকে কিছুটা দূরে পার্কিংয়ে থাকা একটি গাড়িতে বোমা রাখা ছিল। রোমের একজন রাজনীতিবিদের গাড়িতে বোমা রাখা ছিল। সেই রাজনীতিবিদকেই টার্গেট করেছি জঙ্গিরা! নাকি টার্গেট ছিল ইউরো কাপ!
advertisement
3/5
একজন পথচারী ওই গাড়িটি থেকে কয়েকটি তার বেরিয়ে থাকতে দেখেন। তিনিই পুলিশে খবর দেন। ওই এলাকায় সেই সময় অনেক মানুষ জড়ো হয়েছিলেন। বিস্ফোরণে হতাহত হতেন প্রচুর মানুষ। পুলিশ তড়িঘড়ি বোমাটি নিস্ক্রিয় করে।
advertisement
4/5
রোমের রাজনীতিবিদ এবং হেরিটেজ ও পার্ক উন্নয়নের সঙ্গে যুক্ত মার্কো দোরিয়ার গাড়িতে বোমাটি রাখা হয়েছিল। মার্কো গাড়ি পার্ক করে বাড়িতে ঢুকেছিলেন। এর পরই কেউ বা কারা তাঁর গাড়িতে বোমা রেখে দেয় বলে জানিয়েছে পুলিশ।
advertisement
5/5
গাড়িটি যে পার্কিংয়ে ছিল সেখান থেকে স্টেডিয়ামের দূরত্ব এক কিমিও নয়। বোমা উদ্ধারের কিছু সময় পরই সেখানে সুইজারল্যান্ড-ইতালি ম্যাচ শুরু হয়। আপাতত রোমের পুলিশ সেই রাজনীতিবিদের জন্য ২৪ ঘণ্টা নিরাপত্তার ব্যবস্থা করেছে।