Euro 2020: রোনাল্ডোর খেলা মাঠে বসে দেখবে ৬১ হাজার দর্শক, করোনা কি জব্দ?
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
একদিকে আমরা করোনার বিরুদ্ধে এখনও লড়ছি। আর ওদিকে আজ রাতেই বিশ্বের আরেক প্রান্তে ৬১ হাজার দর্শক একসঙ্গে বসে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ড্রিবল দেখবে।
advertisement
1/5

একদিকে আমরা করোনার বিরুদ্ধে এখনও লড়ছি। আর ওদিকে আজ রাতেই বিশ্বের আরেক প্রান্তে ৬১ হাজার দর্শক একসঙ্গে বসে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ড্রিবল দেখবে। তা হলে কি বিশ্বের এক প্রান্ত করোনাকে জব্দ করে ফেলল!
advertisement
2/5
আজ রাতে হাঙ্গেরির বিরুদ্ধে খেলতে নামবে পর্তুগাল। যে হাঙ্গেরি গত ইউরোতে পর্তুগালকে আটকে দিয়েছিল। সেই ম্যাচে ৩-৩ ফল হয়েছিল। রোনাল্ডো দুটি দুরন্ত গোল করেছিলেন। যার মধ্যে একটি ব্যাক হিলে করা গোল ছিল।
advertisement
3/5
হাঙ্গেরির জনজীবন করোনাকে হারিয়ে প্রায় স্বাভাবিক ছন্দে ফিরেছে। ৯.৮ মিলিয়নের মধ্যে ৫.৩ মিলিয়ন জনসংখ্যার টিকাকরণ হয়েছে ইতিমধ্যেই। পকেটে ইমিউনিটি কার্ড থাকলে যে কেউ রেস্তোরাঁয় বসে খাবার খেতে পারবে, সিনেমা হল বা অন্য যে কোনও জায়গায় যেতে পারবে।
advertisement
4/5
হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান চিন ও রাশিয়া থেকে ভ্যাকসিন কিনেছেন। প্রধানমন্ত্রী নিজেও ফুটবলভক্ত। আর তাই তিনি সমস্ত সাবধানতা অবলম্বন করে আজ রাতে ৬১ হাজর দর্শককে মাটে বসে খেলা দেখার ব্যবস্থা করেছেন।
advertisement
5/5
দেশের অর্ধেকের থেকে বেশি জনসংখ্যার টিকাকরণ হয়েছে। আর তাই জন্যই এত মানুষ একসঙ্গে খেলা দেখতে পারবেন। ইতিমধ্যে বুদাপেস্টে প্রচুর মানুষকে মুখে মাস্ক ছাড়াই দেখা যাচ্ছে। শপিং, বাজারে ভিড়ও হচ্ছে আগের থেকে অনেকটাই বেশি।