TRENDING:

স্বল্প পোশাকে হট ক্লিভেজ, কাতারের নিয়মকে রূপের 'বুলেট' ক্রোট ফ্যানের, দেখুন ছবি

Last Updated:
ফুটবল বিশ্বকাপে প্রিয় দলকে সমর্থন জানাতে কাতারে উপস্থিত হয়েছেন ক্রোয়েশিয়ার হটেস্ট ফ্যান ইভানা নোল। নিজের রূপের আগুনে ঝড় তুলছেন স্টেডিয়ামে।
advertisement
1/8
স্বল্প পোশাকে হট ক্লিভেজ, কাতারের নিয়মকে রূপের 'বুলেট' ক্রোট ফ্যানের, দেখুন ছবি
কাতার বিশ্বকাপের নিয়মের কড়াকড়িকে ফের একবার তুড়ি মেরে উড়িয়ে দিলেন ক্রোয়েশিয়ার ফ্যান ও মডেল ইভানা নোল।
advertisement
2/8
স্টেডিয়ামে ফের একবার ফের তিনি হাজির হলেন ছোট জামা-কাপড়ে। যা নাকি কাতার বিশ্বকাপের নিয়মের একেবারে বিরুদ্ধ।
advertisement
3/8
লুকা মদ্রিচদের ফ্যান প্রাক্তন মিস ক্রোয়েশিয়া যেমন খুশি তেমন সাজছেন। ছোট পোষাকে ক্লিভেজকে কথা বলাচ্ছেন লুকা মদরিচদের ডাই-হার্ড ফ্যান।
advertisement
4/8
নামমাত্র পোষাকে তিনি রীতিমত স্টেডিয়ামে উষ্ণতারঝড় তুলছেন। তোলাচ্ছেন ছবি, করাচ্ছেন ভিডিয়ো শুট। ঝড় তুলছে তাঁর এক একটি পোস্ট।
advertisement
5/8
২০১৪ ও ২০১৮ সালের বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে সমর্থন জানাতে উপস্থিতি ছিলেন তিনি। ক্রোটরা তাকে 'ক্রেয়েশিয়ার সেক্সিয়েস্ট চিয়ারলিডার' নামেই ডেকে থাকেন।
advertisement
6/8
ইভানার বিকিন শুটের ছবি মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। নাম মাত্র পোষাকে তার বক্ষযুগল খুবই আবেদনময়ী। যা তার ফ্যান ও অনুরাগীরদের মনে ঝড় তোলে।
advertisement
7/8
সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় ইভানা নোল। নিজের একাধিক বিকিনি পরিহিত ছবি শেয়ার করে থাকেন তিনি। সেখানেও তার দেশের প্রতি ভালোবাসার ছাপ রাখেন ইভানা।
advertisement
8/8
ক্রোয়েশিয়া গতবার ফাইনালে পৌছানোর পর এবারও নক আউটে পর্বে পৌছে গিয়েছে। সেখানেও প্রিয় দলকে সমর্থন জানাতে উপস্থিত থাকবেন এই হট অ্যান্ড সেক্সি ফ্যান।
বাংলা খবর/ছবি/খেলা/
স্বল্প পোশাকে হট ক্লিভেজ, কাতারের নিয়মকে রূপের 'বুলেট' ক্রোট ফ্যানের, দেখুন ছবি
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল