জাতীয় দলেও কোচের সঙ্গে ঝামেলা, সুইসদের বিরুদ্ধে কী প্রথম একাদশ থেকে বাদ রোনাল্ডো
- Published by:Sudip Paul
Last Updated:
বিশ্বকাপের প্রি কোয়ার্টার ফাইনালে আজ দুই ইউরোপীয় শক্তির লড়াই। একদিকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল। অপরদিকে সাকেরির সুইজারল্যান্ড। শেষ আটের টিকিট পাকা করতে মরিয়া দুই দল।
advertisement
1/5

বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে উরুগুয়ে ও ঘানার বিরুদ্ধে জয় দিয়ে বিশ্বকাপ শুরু অভিযান শুরু করেছিল পর্তুগাল। কিন্তু গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে হারতে হয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের।
advertisement
2/5
কোরিয়ার বিরুদ্ধে ম্যাচের ৬৫ মিনিটে রোনাল্ডোকে তুলে নেওয়ায় রেগে গিয়েছিলেন পর্তুগীজ মহাতারকা। ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে সেই ঘটনা যে তিনি ভালোভাবে নেননি সেই কথাও জানিয়েছেন ফেরান্দো স্যান্টোস।
advertisement
3/5
নকআউটে পর্তুগালের প্রতিপক্ষ সুইৎজারল্যান্ড। সাকেরিদের বিরুদ্ধে নামার আগে পর্তুগাল দলের প্রধান সমস্যা হিসেবে দেখা দিয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও কোচ ফেরান্দো সান্তোসের ঝামেলা।
advertisement
4/5
ফলে সুইসদের বিরুদ্ধে পর্তুগালের প্রথম একাদশ কেমন হবে, সেখানে রোনাল্ডো থাকবে কিনা তানিয়েও তৈরি হয়েছে জল্পনা। আর সেই সুযোগ কাজে লাগাতে তৈরি সাকেরি, জাকা, এমবোলোরা।
advertisement
5/5
এখনও পর্যন্ত যা খবর তাতে পর্তুগাল দলের প্রথম একাদশে থাকতে চলেছেন, গোলকিপারে কস্টা, ডিফেন্সে ক্যানসেলো, পেপে, ডিয়াস, গুরেইরো। মাঝমাঠে বার্নার্ডো সিলভা, নেভেস, কার্ভালহো। আক্রমণে রোনাল্ডো, ফার্নান্ডেজ, ফেলিক্স।