যেমন রূপ তেমন যৌবন, ইংল্যান্ড অধিনায়কের সুপার হট বউকে দেখলে ঘুম উড়বে আপনারও
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
২১ তারিখ কাতার বিশ্বরাপ অভিযান শুরু করবে ইংল্যান্ড। প্রথম ম্যাচে প্রতিপক্ষ ইরান। প্রতিযোগিতার শুরুর আগে তারকাদের ব্যক্তিগত জীবন নিয়েও জানার কৌতুহল কম নয় ফ্যানেদের। চিনে নিন হ্যারি কেনের বউকে।
advertisement
1/8

ফিটনেস প্রশিক্ষক কেটকে বিয়ে করেছেন ইংল্যান্ড ফুটবল দলের অধিনায়ক হ্যারি কেন। তাদের দীর্ঘ দিনের প্রেম ছিল।
advertisement
2/8
কেট এবং হ্যারি দুজনেই স্কুলে পড়ার সময় থেকেই ডেটিং করতেন। ২০১৯ সাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ইংল্যান্ডের তারকা ফুটবলার।
advertisement
3/8
বর্তমানে তিনটি সন্তান রয়েছে তাদের। তাদের নাম আইভি জেন, ভিভিয়েন জেন এবং লুই হ্যারি। সন্তানদের সুখী সংসার কেট এবং হ্যারির।
advertisement
4/8
হ্যারি কেনের স্ত্রী কেট দেখতে খুবই সুন্দরী। তার রূপের প্রশংসা করেন সকলে। সোশ্যাল মিডিয়ায় তার হট লুকসের একাধিক ছবি দেখতে পাওয়া যায়।
advertisement
5/8
ইংল্যান্ড অধিনায়কের সঙ্গে সুযোগ পেলেই সন্তানদের নিয়ে ঘুরতে যান কেট। আউটিংয়ে গিয়ে পরিবারের সঙ্গে একান্ত সময় কাটাতে পছন্দ করেন কেন।
advertisement
6/8
তবে নেট দুনিয়ায় খুব একটা সক্রিয় নেন কেট কেন। বেশিরভাগই তার স্বামীর সঙ্গে ও তার পারিবারিক জীবন এবং বিদেশে ছুটি কাটানোর মুহূর্ত শেয়ার করেন।
advertisement
7/8
স্বামীর খেলা দেখার জন্য মাঠে উপস্থিত থাকেন কেট। কাতারে বিশ্বকাপ দেখতেও গিয়েছেন তিনি। বিশ্বকাপে সাফল্যের জন্য কেন ও ইংল্যাবন্ড দলকে শুভেচ্ছা জনিয়েছেন কেট।
advertisement
8/8
ইংল্যান্ড তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ২১ নভেম্বর। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ ইরান। ভালো পারফর্ম করার বিষয়ে আত্মবিশ্বাসী গতবারের সর্বোচ্চ স্কোরার হ্যারি কেন।