ফ্রান্স জানিয়েছিল তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ, আর্জেন্টিনার মার্টিনেজকেই সম্মানিত করল ফিফা
- Published by:Sudip Paul
Last Updated:
গোটা বিশ্বকাপে ৭ ম্যাচ খেলে ৭টি দুর্দান্ত সেভ করেছেন তিনি। পেনাল্টি বক্সের ভেতর থেকে ফিরিয়েছেন ৩টি শট। ক্লিন শিট ৩টি। সেই গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজকে এবার সম্মানিত করল ফিফা।
advertisement
1/6

লিওনেল মেসির বিশ্বকাপ জয়ের স্বপ্নপূরণে যাদের বড় ভূমিকা রয়েছে তাদের মধ্যে উপরের সারিতে থাকবেন আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। কাতারা পুরো বিশ্বকাপে দুরন্ত গোলকিপিং করেছিলেন তিনি।
advertisement
2/6
নেদারল্যান্ডস ম্যাচ হোক আর ফ্রান্সের বিরুদ্ধে ফাইনাল, এমি মার্টিনেজের দুরন্ত সেভে ভর করেই জয়ের হাসি হেসেছে আর্জেন্টিনা। ফাইনালে শুধু টাই ব্রেকার রোখা নয়, অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে যে সেভ এমি করেছেন সেখানেই আর্জেন্টিনাকে বাঁচিয়ে দিয়েছিলেন এই গোলকিপার।
advertisement
3/6
এমি মার্টিনেজের গোলকিপিং বিশ্বজুড়ে প্রশংসিক হলেও তার আচরণে বিতর্কে জড়িয়েছেন বারবার। ডাচ কোচ ভ্যান গালকে কুৎসিত ভাষায় আক্রমণ থেকে ফাইনালে সোনার গ্লাভস নেওয়ার সময় বাজে অঙ্গভঙ্গি, এমনকী সেলিব্রেশনের সময় পুতুলে এমবাপের মাস্ক পরানো, সবকিছু নিয়েই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন এমি।
advertisement
4/6
এমনকী শোনা যায় বিশ্বকাপ জয়ের পর ড্রেসিংরুমেও এমবাপেকে নিয়ে অশ্লীল মন্তব্য করেছিলেন মার্টিনেজ। এই বিষয়ে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন ও ফিফার কাছে মার্টিনেজের বিরুদ্ধে অভিযোগও জানিয়েছিল ফরাসী ফুটবল সংস্থা।
advertisement
5/6
কিন্তু এবার সেই বিতর্কিত আর্জেন্টিনার গোলরক্ষকেই সম্মানিত করল বিশ্বফুটবলের নিয়ামক সংস্থা। ফিফার বর্ষসেরা গোলরক্ষক হিসেবে ঘোষিত তিন জন গোলকিপারের মধ্যে জায়গায় করে নিয়েছেন আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ।
advertisement
6/6
মার্টিনেজ ছাড়া আরও যে দুই গোলরক্ষক তালিকায় রয়েছেন তাঁরা হলেন, মরক্কোর ইয়াসিন বুনু ও বেলজিয়ামের থিবো কুর্তোয়া। ২৭ ফেব্রুয়ারি মেগা অনুষ্ঠানের মধ্য দিয়ে ঘোষণা করা হবে ফিফার বর্ষসেরাদের নাম। গোলকিপিং বিভাগে সেরা হওয়ার দৌড়ে মার্টিনিজেকেই এগিয়ে রাখছেন ফুটবল বিশেষজ্ঞরা।