দলের ভাগ্য কী বুঝে গিয়েছেন মেসি! কেন বললেন 'আমরা সবাই মারা গিয়েছে'
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
সৌদি আরবের বিরুদ্ধে হারের পর প্রতিযোগিতার আগামি দুটি ম্যাচ কার্যত ডু অর ডাই আর্জেন্টিনার আগে। প্রথম ম্যাচ হারের পর বিস্ফোরক মন্তব্য করলেন লিওনেল মেসি।
advertisement
1/5

দলের ভাগ্য কী বুঝে গিয়েছেন মেসি, কেন বললেন 'আমরা সবাই মারা গিয়েছে'
advertisement
2/5
জানা গিয়েছে ম্যাচ শেষে ড্রেসিং রুমে দীর্ঘক্ষণ বসেছিলেন ফুটবলাররা। একে অপরেরে সঙ্গে কথা বলেননি কেউ। এমনকী হোটেলে ফিরে নিজেদে ঘরবন্দি করে ফেলেন মেসিরা। রাতে খেতে পর্যন্ত নামেননি কেউ।
advertisement
3/5
আর্জেন্টিনার সংবাদপত্র ‘ক্ল্যারিন’-এর খবর লুসেইল স্টেডিয়াম থেকে বেরিয়ে বাসে ওঠার সময় বিস্ফোরক মন্তব্য করেন মেসি। তিনি বলেন,"আমরা ভাবতে পারিনি এ ভাবে হারব। তিন পয়েন্টের আশায় মাঠে নেমেছিলাম। কিন্তু এই রেজাল্টে আমরা সবাই মারা গিয়েছে।"
advertisement
4/5
তবে এই ধাক্কা থেকে তার দল যে ঘুরে দাঁড়াবে সেই বিষয়েও আশাবদী মেসি। বলেছেন, এবার আর্জেন্টিনার দেখিয়ে দেওয়ার পালা তাদের আসল ক্ষমতা। সমর্থকদের ভরসা রাখতে বলেছেন। যে দল ৩৬ ম্যাচ অপরাজিত থাকতে পারে তাদের এত সহজে মুছে ফেলা যাবে না।
advertisement
5/5
প্রতিযোগিতার পরবর্তী দুটি ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ আর্জেন্টিনার কাছে। ২৭ নভেম্বর মেক্সিকোর বিরুদ্ধে নামবে মেসির দল। পয়লা ডিসেম্বর নীল-সাদা ব্রিগেডের প্রতিপক্ষ পোল্যান্ড। প্রিয় দলকে জয়ে রাস্তায় ফিরতে দেখার অপেক্ষায় বিশ্ব জুড়ে আর্জেন্টিনা ও মেসি ভক্তরা।