Shahbaz Ahmed: কেকেআর ফিরে তাকায়নি, সেই বাংলার ক্রিকেটারের প্রশংসা খোদ ফাফ ডুপ্লেসির মুখে!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Shahbaz Ahmed: বাংলার ক্রিকেটার। তাই ফিরে তাকায়নি কেকেআর! বাংলার এই ক্রিকেটারই আইপিএলে দাপাচ্ছেন।
advertisement
1/5

বাংলার ক্রিকেটারদের দিকে নজর পড়ে না কেকেআর কর্তাদের। অথচ বাংলার ক্রিকেটাররা আইপিএলে অন্য দলের হয়ে মাঠে নেমে দুর্দান্ত পারফর্ম করছেন।
advertisement
2/5
মঙ্গলবার রাজস্যান রয়্যালসের বিরুদ্ধে ৫ বল বাকি থাকতেই জিতেছিল আরসিবি। বিরাট কোহলিদের দলের এই জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা দুজনের একজন বাংলার শাহবাজ আহমেদ। আরেকজন কেকেআরের প্রাক্তন অধিনায়ক দীনেশ কার্তিক।
advertisement
3/5
বাংলার হয়ে খেলা শাহবাজ আহমেদ এদিন রাজস্থানের বিরুদ্ধে২৬ বলে চারটি চার ও তিনটি ছক্কায় ৪৫ রান করেন। তার পরই শাহবাজের প্রশংসা করেন আরসিবি অধিনায়ক।
advertisement
4/5
ফাফ এদিন বলেন, রোগা বলে অনেকে ভেবেছিল, শাহবাজ লম্বা ছক্কা মারতে পারবে না। ও সবাইকে ভুল প্রমাণিত করেছে। শাহবাজ বোলার ও ব্যাটার হিসেবে দুর্দান্ত। কিছু ক্ষেত্রে ও ব্যাটার হিসেবে বেশি নাম করবে হয়তো।
advertisement
5/5
শাহবাজ ছাড়া দীনেশ কার্তিকেরও প্রশংসা করলেন ফাফ। আরসিবি অধিনায়ক জানিয়েছেন, এদিন গেমচেঞ্জার হিসেবে খেলেন কার্তিক।