Mohammad Shami: মহম্মদ শামির নামে একটাও বাজে কথা নয়, কড়া পদক্ষেপ ফেসবুকের
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Mohammad Shami Abused:১৪ মাসের মেয়ে যখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল, সেই সময় শামি ৬ উইকেট তুলে ভারতীয় দলকে জিতিয়েছিলেন। তাঁকেই এখন দেশদ্রোহী, গদ্দার শব্দগুলি শুনতে হচ্ছে।
advertisement
1/5

পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে ১০ উইকেটে হেরেছে ভারতীয় দল। তার পর থেকে কিছু ভারতীয় সমর্থকের সমস্ত রাগ গিয়ে পড়েছে মহম্মদ শামির উপর। তাঁদের হাবভাব এমন যেন শামির জন্যই ম্যাচটা হেরেছে টিি ইন্ডিয়া।
advertisement
2/5
শামি, বুমরাহ, ভুবনেশ্বর, বরুণরা হাজার চেষ্টা করেও সেদিন পাকিস্তানের একজন ব্যাটসম্যানকেও আউট করতে পারেননি। তা হলে কেন শুধু শামির উপর সমস্ত রাগ! ম্যাচের পর থেকেই মহম্মদ শামিকে কুরুচিকর ভাষায় আক্রমণ করছে কিছু সমর্থক। আর সেই আক্রমণ চলছে সোশ্যাল মিডিয়ায়।
advertisement
3/5
পাকিস্তানের বিরুদ্ধে শামি ৩.৫ ওভারে ৪৩ রান দিয়েছিলেন। শামিকে একবারের জন্যও পুরনো ছন্দে পাওয়া যায়নি। আর তাতেই চটেছেন অনেকে।
advertisement
4/5
শামির দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন অনেকে। অথচ তারা ভুলে গিয়েছেন, তাঁর ১৪ মাসের মেয়ে যখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল, সেই সময় শামি ৬ উইকেট তুলে ভারতীয় দলকে জিতিয়েছিলেন। সেই শামিকে এখন দেশদ্রোহী, গদ্দার শব্দগুলি শুনতে হচ্ছে।
advertisement
5/5
শামির সমর্থনে এগিয়ে এসেছেন ভারতীয় দলের প্রাক্তন অনেক তারকা। আর এবার ফেসবুক এই ব্যাপারে কড়া পদক্ষেপ নিল। শামির নামে একটাও বাজে কথা পোস্ট হলে তা ডিলিট করে দিচ্ছে ফেসবুক। এই ব্যাপারে কড়া নজর রাখছে তারা। এমনকী ইউজারের অ্যাকাউন্ট ব্লক করাও হতে পারে বলে জানানো হয়েছে।