India vs England 4th Test: পন্থ, শার্দুলের কঠিন লড়াই, দিনের শেষে ইংল্যান্ড ভাল জায়গায়
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
India vs England 4th Test: জিততে হলে টেস্টের শেষ দিন ২৯১ রান করতে হবে ইংল্যান্ডকে।
advertisement
1/5

রোহিত শর্মা (১২৭) ও চেতেশ্বর পুজারার (৬১) লড়াইয়ে ওভাল টেস্টের দ্বিতীয় দিনে ভাল জায়গায় ছিল ভারত। শেষে ঋষভ পন্থ (৫০) ও শার্দুল ঠাকুরের (৬০) লড়াই ভারতকে বড় রানের দ্বোরগোড়ায় দাঁড় করিয়ে দিল।
advertisement
2/5
টেস্ট জয়ের জন্য এবার ৩৬৮ রান করতে হবে ইংল্যান্ডকে। তবে ইংল্যান্ড কিন্তু ওভাল টেস্টের চতুর্থ দিনের শেষে ভাল জায়গায় রয়েছে।
advertisement
3/5
চতুর্থ দিনের শেষে ইংল্যান্ড বিনা উইকেটে ৭৭। জিততে হলে শেষ দিনে আরও ২৯১ রান করতে হবে। অর্থাত্ টেস্টের শেষ দিনে কিছুটা আক্রমণাত্মক হয়েই খেলতে হবে ইংলিশ ব্যাটসম্যানদের।
advertisement
4/5
রোরি বার্নস (৩১) এবং হাসিব হামিদ (৪৩) ক্রিজে রয়েছেন। ওভাল টেস্টের চতুর্থ দিন ২৭০ রান থেকে খেলা শুরু করেছিল টিম ইন্ডিয়া। রবীন্দ্র জাদেজা মাত্র ১৭ রানে আউট হয়ে যান। অজিঙ্ক রাহানে আউট হন শূন্য রানে। এর পর পন্থ ও শার্দুল লড়াই শুরু করেন।
advertisement
5/5
এদিন অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে ১০০০ রান পূর্ণ করেছেন বিরাট কোহলি। তবে অজিঙ্ক রাহানে আরও একবার ব্যর্থ। শেষ দিনে ইংল্যান্ডের জয়ের রাস্তাও বেশ কঠিন। ফলে টেস্ট ড্রয়ের দিকেই এগোতে পারে।