Stephen Constantine : লাল হলুদে স্টিফেন যুগ শুরু হয়ে গেল! মাঠে নেমেই ভরসা দিলেন নতুন কোচ
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Emami East Bengal new manager Stephen Constantine starts practice with Indian footballers. লাল হলুদে স্টিফেন যুগ শুরু! মাঠে নেমেই ভরসা দিলেন নতুন কোচ
advertisement
1/7

অঙ্কিত মুখার্জি, জেরি, অনিকেত যাদব, শুভাশিস রায়চৌধুরীদের নিয়ে ইস্টবেঙ্গল মাঠে দৌড় শুরু করে দিলেন স্টিফেন
advertisement
2/7
মাঠের ধারে জড়ো করে থাকা ফুটবল বেছে নিলেন নিজের হাতে। তারপর ফুটবলারদের একত্রিত করলেন
advertisement
3/7
ইস্টবেঙ্গল ক্লাবের ভেতর কিছুক্ষণ সময় কাটালেন ভারতের প্রাক্তন কোচ। ক্লাবের ইতিহাস এবং ট্রফি দেখলেন
advertisement
4/7
ভারতীয় ফুটবলে জাতীয় কোচ হিসেবে এর আগে দুবার দায়িত্ব সামলেছেন স্টিফেন। এদেশের ক্লাব ফুটবলে অবশ্য তিনি নতুন। কিন্তু ভারতীয় ফুটবলকে নিজের হাতের তালুর মত চেনেন তিনি
advertisement
5/7
ইস্টবেঙ্গল ক্লাবের কিছু কর্তা এবং প্রাক্তন ফুটবলার উপস্থিত ছিলেন মাঠে স্টিফেনের প্রথম দিনের প্র্যাকটিস দেখবেন বলে
advertisement
6/7
সহকারি কোচ বিনো জর্জ উপস্থিত ছিলেন। তার সঙ্গেও কথাবার্তা সেরে নিলেন স্টিফেন
advertisement
7/7
মাঠের ঠিক মাঝখানে ফুটবলারদের গোল করে দাঁড়িয়ে নিজের প্ল্যান অনুসারে দায়িত্ব বুঝিয়ে দিলেন ইংলিশ ম্যানেজার