East Bengal: দিমিত্রিয়সের গোলে জামশেদপুর বধ ইস্টবেঙ্গলের, ধীরে ধীরে আগুনের আঁচ গনগনে হচ্ছে লাল-হলুদ মশালের
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
East Bengal: আইএসএলে ফের জয় পেল ইস্টবেঙ্গল। গত ম্যাচে পঞ্জাবের বিরুদ্ধে ২ গোলে পিছিয়ে পরেও ৪-২ গোলে জিতেছিল লাল-হলুদ। শনিবার জামশেদপুরকে ১-০ গোলে ইস্টবেঙ্গল।
advertisement
1/5

আইএসএলে ফের জয় পেল ইস্টবেঙ্গল। গত ম্যাচে পঞ্জাবের বিরুদ্ধে ২ গোলে পিছিয়ে পরেও ৪-২ গোলে জিতেছিল লাল-হলুদ। শনিবার জামশেদপুরকে ১-০ গোলে ইস্টবেঙ্গল। (Photo Courtesy- East Bengal X)
advertisement
2/5
জামশেদপুরের বিরুদ্ধে প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে লাল-হলুদ। অস্কার ব্রুজোর অ্যাটাকিং ফুটবল নজর কাড়ে সকলের। কিন্তু অসংখ্য সুযোগ নষ্টের খেসারত দিয়ে মাত্র ১ গোলে ম্যাচ জেতে লাল-হলুদ। (Photo Courtesy- East Bengal X)
advertisement
3/5
এদিন ম্যাচের শুরু থেকেই ক্লেটন সিলভা ও দিয়ামানতাকোস আক্রমণের ঝড় তোলে। ম্যাচের প্রথম ১০ মিনিটেই অন্তত ৫টি সুযোগ তৈরি করেছিল অস্কার ব্রুজোর দল। গোটা ম্যাচেও সুযোগ নষ্ট করে ইস্টবেঙে্গলের গোটা আক্রমণ বিভাগ। (Photo Courtesy- East Bengal X)
advertisement
4/5
ম্যাচের একমাত্র গোল দিমিত্রিয়স দিয়ামানতাকোসের। ম্যাচের ৬০ মিনিটে গোল করেন লাল-হলুদের বিদেশি স্ট্র্রাইকার। এছাড়া আরও দুটি শট বারে লাগে লাল-হলুদের। কম করে ৪-৫ গোলে জেতার মত পরিস্থিতি ছিল। (Photo Courtesy- East Bengal X)
advertisement
5/5
তবে এদিন ইস্টবেঙ্গল যে ফুটবলটা খেলেছে তা দেখে খুশি সমর্থকরা। গোলের সুযোগ নষ্ট বাদ দিলে গোটা ম্যাচে রক্ষণ, মাঝমাঠ থেকে আক্রমণে ঝকঝকে ফুটবল উপহার দেয় ইস্টবেঙ্গল। এই জয়ের ফলে লিগ টেবিলের ১০ নম্বরে উঠে এল মশাল ব্রিগেড। (Photo Courtesy- East Bengal X)