TRENDING:

Yashasvi Jaiswal: ধোনির ঘরে ৫টি বিশ্বরেকর্ড গড়তে পারেন যশস্বী জয়সওয়াল, যা নেই সচিন-কোহলিদেরও

Last Updated:
Yashasvi Jaiswal: ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ও তৃতীয় টেস্টে পরপর দুটি ডাবল সেঞ্চুরি করে ফেলেছেন যশস্বী। গড়েছেন একাধিক রেকর্ড। রাঁচিতে একগুচ্ছ রেকর্ডের সামনে দাঁড়িয়ে যশস্বী জয়সওয়াল।
advertisement
1/6
ধোনির ঘরে ৫টি বিশ্বরেকর্ড গড়তে পারেন যশস্বী জয়সওয়াল, যা নেই সচিন-কোহলিদেরও
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে সিরিজে স্বপ্নের ফর্মে রয়েছেন ভারতীয় দলের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল। ইতিমধ্য়েই দ্বিতীয় ও তৃতীয় টেস্টে পরপর দুটি ডাবল সেঞ্চুরি করে ফেলেছেন যশস্বী। গড়েছেন একাধিক রেকর্ড। রাঁচিতে একগুচ্ছ রেকর্ডের সামনে দাঁড়িয়ে আগামীর মহাতারকা।
advertisement
2/6
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে সবথেকে দ্রুত হাজার রানের মালিক হওয়ার দোরগোড়ায় রয়েছেন যশস্বী জয়সওয়াল। এই রেকর্ড নিজের নামের করার জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে ১৩৯ রান করতে হবে।
advertisement
3/6
ভারতীয়দের মধ্যে সবথেকে কম টেস্টে হাজার রান করার নজির রয়েছে বিনোদ কাম্বলির। । ১২টি টেস্টে ১০০০ রান করেছিলেন প্রাক্তন বাঁ হাতি ব্যাটার। সেখানে যশস্বী জয়সওয়ালের রান ৭ টেস্টে ৮৬১। ফলে ভারতীয়দের মধ্যে দ্রুত হাজার রান করার রেকর্ড যশস্বীর নামে হওয়াটা শুধু সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে।
advertisement
4/6
টেস্ট ক্রিকেটে পরপর দুটি টেস্টে ডাবল সেঞ্চুরি করার নজির একাধিক ব্যাটারের রয়েছে। ভারতীয়দের মধ্যে যশস্বী জয়সওয়াল ছাড়াও বিরাট কোহলি ও বিনোদ কাম্বলিও করছেন। কিন্তু পরপর ৩টি টেস্টে ৩টি ডাবল টন কারও নেই। সেই নজির গড়ার সুযোগ যশস্বীর সামনে।
advertisement
5/6
টেস্ট ক্রিকেটের ইতিহাসে একই সিরিজে ৩টি ডাবল সেঞ্চুরি করার নজির রয়েছে একমাত্র ডন ব্র্যাডম্যানের। ফলে কিংবদন্তী ব্র্যাডম্যানকে ধরার সুযোগ রয়েছে যশস্বীর। হাতে রয়েছে ২টি টেস্ট।
advertisement
6/6
ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে এখনও ২ টেস্ট বাকি তার আগেই ৫৪৫ রান করে ফেলেছেন যশস্বী। একটি টেস্ট সিরিজে ভারতীয় ব্যাটারদের মধ্যে সবথেকে বেশি রান করার রেকর্ড রয়েছে সুনীল গাভালকরের। ৭৭৪ রান করেছেন তিনি। ফলে ২ টেস্টের ৪ ইনিংস মিলিয়ে সেই রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে যশস্বীর।
বাংলা খবর/ছবি/খেলা/
Yashasvi Jaiswal: ধোনির ঘরে ৫টি বিশ্বরেকর্ড গড়তে পারেন যশস্বী জয়সওয়াল, যা নেই সচিন-কোহলিদেরও
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল