বিয়ে করবেন ঋষভ পন্থকে? সুন্দরী উর্বশীর '২ শব্দের' উত্তর, আইপিএলের মাঝে হইচই!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Urvashi Rautela On Rishabh Pant Amidst Ipl 2024: বলিউড অভিনেত্রী উর্বশী রউতেলা একটা সময় দাবি করেছিলেন, ঋষভ পন্থ তাঁর সঙ্গে দেখা করবেন বলে হোটেলের ঘরের বাইরে প্রায় সারা রাত অপেক্ষা করেছিলেন। পন্থ অবশ্য কখনও উর্বশীকে নিয়ে একটা কথাও বলেননি।
advertisement
1/7

এক সময়ের মধুর সম্পর্ক ক্রমে তিক্ত হয়ে গেল! একটা সময় তাঁদের মধ্যে নাকি সুমধুর সম্পর্ক ছিল। তবে এখন মুখ দেখাদেখি বন্ধ। ঋষভ পন্থ ও উর্বশী রউতেলার মধ্য়ে এখন সাপে-নেউলে সম্পর্ক।
advertisement
2/7
পন্থের কথা শুনলে উর্বশী মুখ ফিরিয়ে নেন। উর্বশীর কথা শুনলে সেখানে আর থাকেন না পন্থ। তবে এই পুরনো সম্পর্ক কি আর এত সহজে পিছু ছাড়ে!
advertisement
3/7
শোনা যায়, পন্থ এখন তাঁর বান্ধবী ঈশা নেগির সঙ্গে বিয়ের পরিকল্পনা করছেন। তবে এরই মাঝে আবার ঢুকে পড়লেন উর্বশী রউতেলা।
advertisement
4/7
উর্বশী একটা সময় দাবি করেছিলেন, পন্থ তাঁর সঙ্গে দেখা করবেন বলে হোটেলের ঘরের বাইরে প্রায় সারা রাত অপেক্ষা করেছিলেন। পন্থ অবশ্য কখনও উর্বশীকে নিয়ে একটা কথাও বলেননি।
advertisement
5/7
এবার এক পডকাস্টে সাক্ষাৎকার দিতে গিয়ে উর্বশী বেশ অস্বস্তির মধ্যে পড়লেন। এক সমর্থক তাঁকে অপ্রস্তুত করে দিলেন।
advertisement
6/7
উর্বশীকে সেই ইন্টারনেট ইউজার বলেন, আপনি পন্থের কথা ভুলবেন না। ও আপনাকে খুব সম্মান করে। পন্থ আপনাকে ভাল রাখবে। আপনি কি ওকে বিয়ে করবেন?
advertisement
7/7
এর পরই সঞ্চালক প্রশ্ন করেন উর্বশীকে। আর উর্বশী উত্তরে ২টো শব্দ বলেন। 'নো কমেন্টস'।