SuryaKumar Yadav Love Story: 'লেডি লাক' একেই বলে! যা ধরছেন সূর্যকুমার, তাই যেন সোনা হয়ে যাচ্ছে!
- Published by:Suman Majumder
Last Updated:
SuryaKumar Yadav Love Story: প্রেমিকা থেকে স্ত্রী, সূর্যকুমারের জীবন বদলে গেল লেডি-লাকে!
advertisement
1/6

লেডি লাক তুঙ্গে তাঁর। নিজেই স্বীকার করেছিলেন সে কথা। সূর্যকুমার যাদব এখন যা ধরছেন তাই সোনায় পরিণত হচ্ছে।
advertisement
2/6
স্ত্রী দেবিশা সেট্টির সঙ্গে সূর্যকুমার যাদবের দেখা হয়েছিল কলেজে। প্রথমে বন্ধুত্ব, তার পর প্রেম। সেই সম্পর্ক গড়ায় বিয়ে পর্যন্ত।
advertisement
3/6
সূর্যকুমার এক সাক্ষাত্কারে বলেছিলেন, তাঁর জীবনে দেবিশার অবদান অনেকটাই। বিশেষ করে তাঁর কেরিয়ারে। সূর্যকুমার যাদব এখন ভারতীয় সমর্থকদের নয়নের মণি। প্রায় একার হাতেই ম্যাচ জিতিয়ে দিচ্ছেন।
advertisement
4/6
দেবিশা শেট্টি দুর্দান্ত ডান্সার। দেবিশার ডান্স দেখেই তাঁর প্রেমে পড়েছিলেন সূর্ষকুমার। এদিক সূর্যকুমারের ছক্কা হাঁকানো দেখে তাঁকে মন দিয়ে ফেলেছিলেন দেবিশা।
advertisement
5/6
২০১৬ সালে বিয়ে করেন সূর্যকুমার ও দেবিশা। সূর্যকুমারের জীবনে লেডি লাক হয়ে আসেন তিনি।
advertisement
6/6
যখনই সুযোগ পেয়েছেন, ভারতীয় দলের জার্সিতে নিজেকে প্রমাণ করেছেন সূর্যকুমার। ভক্তরা এখন তাঁকে ভালবেসে স্কাই বলে ডাকছে।