TRENDING:

Sexiest Fan: কাতারের মরুভূমি গ্যালারিতে যৌবনের মরুদ্যান, চোখ ফেরাতে পারছেন না কেউই, রইল হট ফটো

Last Updated:
বিশ্বকাপ যত গড়াচ্ছে ততই উষ্ণতা ছড়াচ্ছেন ক্রোট সুন্দরী। পোশাক ততোই ছোট হচ্ছে। instagram এ একের পর এক ছবি প্রকাশ করতেই ভাইরাল হচ্ছে।
advertisement
1/6
কাতারের মরুভূমি গ্যালারিতে যৌবনের মরুদ্যান, চোখ ফেরাতে পারছেন না কেউই,রইল হট ফটো
#দোহা: কাঁধ ঢাকতে হবে। হাঁটু যেন ঢাকা থাকে। কাতারের এই সব কড়াকড়ি তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছেন ক্রোট সুন্দরী ইভানা। গ্রুপ পেরিয়ে কাতারের নকআউটে ক্রোয়েশিয়া। আর শহরজুড়ে ঝড় তুলছেন ইভানা নোল। সবাই ভেবেছিলেন, মরু শহরে এ সব হবে না। পোশাক নিয়ে যা কড়াকড়ি, তাতে ইভানা নোল কাতারে খাপ খুলতে পারবেন না। কিন্তু প্রাক্তন মিস ক্রোয়েশিয়া কীভাবে যেন আইনের ফাঁক গলে আগুন ধরিয়েই চলেছেন। Photo Courtesy- Instagram 
advertisement
2/6
কখনও কাতারের রাস্তায়, কখনও গ্যালারিতে। বিশ্বকাপে নিজের দেশকে সমর্থন জানাতে কাতারে উপস্থিত হয়েছেন ক্রোয়েশিয়ার হটেস্ট ফ্যান ইভানা নোল। লুকা মডরিচদের ডাই-হার্ড ফ্যান। সবচেয়ে মজার হল, যখন তিনি স্টেডিয়ামে ঢুকছেন, তাঁর পোশাক দেখে কাতার প্রশাসনের আপত্তি থাকবে না। কিন্তু গ্যালারিতে ঢুকেই টি টুয়েন্টি খেলছেন ক্রোট সুন্দরী। না পারছেন কেউ ইগনোর করতে, না পরছেন ছবি তোলার লোভ সামলাতে।
advertisement
3/6
 গ্যালারিতে ত্রাহি ত্রাহি রব তোলা ইভানা ২০১৪ ও ২০১৮ সালের বিশ্বকাপেও ক্রোয়েশিয়াকে সমর্থন জানাতে গ্যালারিতে ছিলেন। এবারও কাতারের সব নিয়ম কানুনকে কাঁচকলা দেখিয়ে রয়ে গিয়েছেন গ্যালারিতে 'ক্রেয়েশিয়ার সেক্সিয়েস্ট চিয়ারলিডার।’ ক্রোটরা ইভানাকে ওই নামেই ডাকেন।
advertisement
4/6
গ্রুপের বাধা টপকে নকআউটেও খেলবে ক্রোয়েশিয়া। গ্যালারিতে থাকবেন ইভানা নোল। ফের ঝলসে দেবেন রূপের আগুনে। তাই বলাই যায়, ক্রোয়েশিয়ার নকআউটে ওঠায় চাপ বেড়েছে কাতারের।
advertisement
5/6
অনেকে আবার সমালোচনা করছেন। তবে সেসব দিকে কান দিতে নারাজ ইভানা নোল। বিশ্বকাপ যত গড়াচ্ছে ততই উষ্ণতা ছড়াচ্ছেন ক্রোট সুন্দরী। instagram এ একের পর এক ছবি প্রকাশ করতেই ভাইরাল হচ্ছে। শুধু কি ছবি, বিভিন্ন ভিডিও পোস্ট করছেন ইভানা। জাতীয় পতাকার নক্সাতেই আঁকা ইভানার পোশাক। সেই বিশেষ প্রিন্টই তিনি সব পোশাকে ব্যবহার করছেন। আর সেগুলিই নজর কেড়েছে সকলের।
advertisement
6/6
ইভানা যখনই খেলা দেখতে হাজির হচ্ছেন আলোকচিত্রীদের ক্যামেরা তাঁর দিকে এমনিই ঘুরে যাচ্ছে। সম্প্রতি ইভানা নিজের সম্পর্কে দাবি করেছেন, ‘সবচেয়ে আবেদনময়ী সমর্থক’ বলে। শুধু ময়দানের দর্শকাসনে নয়, ইভানা হাজির হচ্ছেন সৈকতেও। আর সেখানে যে পোশাক পরছেন, সেটিতেও রয়েছে জাতীয় পতাকার প্রিন্ট। জাতীয় পতাকার প্রিন্ট করা বিকিনি-ছবি ইভানা নিজেই দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। যা নিমেষের মুহূর্তে ভাইরাল হচ্ছে। Input- ERON ROY BURMAN
বাংলা খবর/ছবি/খেলা/
Sexiest Fan: কাতারের মরুভূমি গ্যালারিতে যৌবনের মরুদ্যান, চোখ ফেরাতে পারছেন না কেউই, রইল হট ফটো
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল