Cristiano Ronaldo: জন্মদিনে জানুন রোনাল্ডোর জীবনের এমন ১০টি তথ্য, যা সকলের অজানা
- Published by:Sudip Paul
Last Updated:
Cristiano Ronaldo: ৫ ফেব্রুয়ারি বিশ্ব ফুটবলরে অন্যতম মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ৩৮ তম জন্মদিন। রাত থেকে শুভেচ্ছার জোয়ারে ভাসছেন পর্তগীজ মহাতারকা। জন্মদিনে জেনে নিন ক্রিশ্চিয়ানো রোনাল্ডের জীবনের অজানা তথ্য।
advertisement
1/10

১. ৫ ফেব্রুয়ারি ১৯৮৫ সাবে পর্তুগালের সান্টো অ্যান্টোনিও শহর। মারিও ডোলোরেস দম্পতির ঘরে জন্ম ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। পুরো নাম ক্রিস্টিয়ানো রোনালদো দস সান্তোস আভেইরো। রোনালদো নামটা রেখেছিলেন তাঁর বাবা, সাবেক আমেরিকান প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের নামের সঙ্গে মিল রেখে।
advertisement
2/10
২. ২০০৪ সালে ইন্দোনেশিয়ায় সুনামির থেকে বেঁচে ফেরা একটা ছেলের ছবি ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। যার গায়ে ছিল পর্তুগালের জার্সি। সেই ছেলের সঙ্গে দেখা করতে ইন্দোনেশিয়া উড়ে গিয়েছিলেন রোনাল্ডো। নিয়েছেন তাঁর পড়াশোনার পুরো দায়িত্ব।
advertisement
3/10
৩. রোনাল্ডোর অবাক করা স্পট জাম্পে হেড আমর সকলেই দেখেছি। একটা গবেষণায় দেখা গেছে, রোনাল্ডো যখন লাফান তখন একটা উড়ন্ত চিতার চেয়েও বেশি শক্তি তৈরি হয়ে তাঁর শরীরে।
advertisement
4/10
৪. দাঁড়িয়ে থাকা অবস্থায় গড়ে ৪৪ সেন্টিমিটার লাফাতে পারেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দৌড়ে এসে ৭৮ সেন্টিমিটার। যেটা একজন বাস্কেটবল খেলোয়াড়ের চেয়েও বেশি।
advertisement
5/10
৫. অন্যদের চেয়ে হৃৎপিণ্ড একটু বেশি দ্রুত চলত ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। যার কারণে অস্ত্রপচারও করাতে হয়েছিল। মাত্র ১৫ বছর বয়সে হৃৎপিণ্ডে অস্ত্রোপচার করাতে হয়েছিল সিআরসেভেনের।
advertisement
6/10
৬. বর্তমানে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বিশ্ব জুড়ে অনেক উঠতি খেলোয়াের রোল মডেল। কিন্তু যখন রোনাল্ডো ছোট ছিল তাঁর প্রিয় খেলোয়াড় ছিলেন আরেক পর্তুগিজ কিংবদন্তি লুইস ফিগো।
advertisement
7/10
৭. নিজের শরীরে কোনো উলকি আকেঁননি রোনাল্ডো। কারণ তিনি নিয়মিত রক্তদান করেন। যাদের শরীরে উলকি আছে, তাঁদের রক্ত দেওয়ার জন্য ছয় মাস বা এক বছর অপেক্ষা করতে হয়।
advertisement
8/10
৮. বিশ্বের প্রথম তারকা যার ইনস্টাগ্রাম অনুসারী ২০ কোটি ছাড়িয়েছিল। বর্তমানে ইনস্টাগ্রামে তার ফলোয়ার্সের সংখ্যা ৫৫০ মিলিয়নের কাছাকাছি। ইনস্টাগ্রাম থেকে বছরে ১৫০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি উপার্জন ককেন সিআরসেভেন।
advertisement
9/10
.৯. নিজেকে ফিট রাখতে কঠিন পরিশ্রম করেন রোনাল্ডো। জিমে অমানুষিক পরিশ্রম করেন রোনাল্ডো। আর এর মধ্যে উল্লেখযোগ্য হল ওয়েটলিফটিং। রোনাল্ডো নিজের ট্রেনিং সেশনে গড়ে প্রায় ২৩৫৫০ কেজি ওজন তোলেন। যা প্রায় ১৬টি টয়োটা গাড়ির ওজনের সমান।
advertisement
10/10
১০. কানাডার একটি বিশ্ববিদ্যালয়ে রোনালদোর ওপর আলাদা একটি কোর্স পড়ানো হয়। ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ওকান্যাগান ক্যাম্পাসের ওই কোর্সের মূল প্রতিপাদ্য সমাজ ও সংস্কৃতিতে রোনালদোর প্রভাব।