TRENDING:

অনুষ্কা শর্মার সঙ্গে প্রথম আলাপে ঠিক কী বলেছিলেন বিরাট কোহলি, জানেন কি ?

Last Updated:
বিরাট ও অনুষ্কা -র প্রথম দেখা কেমন ছিল, এটা কি লাভ অ্যাট ফার্স্ট সাইট, নাকি প্রথম কথাতে ছিল ফ্লপ শো!
advertisement
1/7
অনুষ্কা শর্মার সঙ্গে প্রথম আলাপে ঠিক কী বলেছিলেন বিরাট কোহলি, জানেন কি ?
অনুষ্কা শর্মা -র সঙ্গে বিরাট কোহলি যেন একদম মেড ফর ইচ আদার ৷ তাঁদের প্রেমপর্ব যেমন রঙিন ছিল , ঠিক তেমনিই বর্ণময় তাঁদের দাম্পত্য জীবন ৷ বিরুষ্কা ফ্যানরা তাঁদেরকে নিজেদের আইডিয়াল মানেন , জানেন তাঁদের সব কথাই ৷ তবে জানেন কি বিরাট অনুষ্কার প্রথম দেখা কবে ৷ কিম্বা জানেন কি ঠিক কি কথা হয়েছিল দু‘জনের মধ্যে ৷Photo- AP
advertisement
2/7
বিরাট ও অনুষ্কার প্রথম আলাপ ২০১৩ সালে ৷ একটি জনপ্রিয় ব্র্যান্ডের শ্যাম্পুর বিজ্ঞাপনে প্রথমবার স্ক্রিন শেয়ার করেছিলেন দু‘জন সেসময়েই প্রথমবার  একে অপরের সঙ্গে সাক্ষাৎ করেন তাঁরা ৷Photo- AP
advertisement
3/7
সেই প্রথমবারের সব ঘটনাই বিরাটের মনে উজ্জ্বল ৷ যখন বিরাটের ম্যানেজরা তাঁকে জানান যে তাঁর পরবর্তী একটি বড় ও জনপ্রিয় ব্র্যান্ডের অ্যাড শ্যুট আছে, তখন বিরাট জানতে চান তাঁর সঙ্গে কে অভিনয় করবেন৷ এই প্রশ্নের উত্তরে তিনি জানতে পারেন তাঁর সহ অভিনেতা অনুষ্কা শর্মা ৷
advertisement
4/7
শুনেই চমকে গিয়েছিলেন বিরাট তিনি শিউড়ে উঠে বলেন একজন পেশাদার অভিনেত্রীর সঙ্গে কী করে স্ক্রিন শেয়ার করবেন তিনি ৷ তিনি আরও বলেন লোকে তাঁকে দেখে হাসবে ৷
advertisement
5/7
এরপর শ্যুটিং স্পটে গিয়েও নার্ভাস ছিলেন বিরাট ৷ ফ্লোরে দাঁড়িয়ে রীতিমতো ঘামছিলেন তিনি ৷ অনুষ্কার সঙ্গে দেখা হওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক করতে রসিকতা করেন তিনি ৷
advertisement
6/7
তিনি অনুষ্কাকে বলেছিলেন, ‘‘আমি হাসানোর চেষ্টা করছিলাম ৷ সেটা সে সময় ঠিক ছিল না ৷ ওকে বলা হয়েছিল আমি অতটা লম্বা নই ৷ আমি ছ ফিট বা তার কাছাকাছি নই , কিন্তু খুব কম লম্বাও নই ৷ তাই ওকে বলা হয়েছিল বেশি হিল পরবে না ৷ ও তাই কম হিল পরে এসেছিল ৷ আমি ওকে আরও লম্বা ভেবেছিলাম তাই বলেছিলাম তোমার কাছে এর চেয়ে বেশি হিল ছিল না ৷ ও ঘাবড়ে গিয়ে বিরক্তমতো হয়েছিল ৷ তখন বলেছিলাম আমি শুধু ইয়ার্কি করছি ৷
advertisement
7/7
এরপর অবশ্য পুরো বিষয়টা ঠিক হয়ে গিয়েছিল ৷ কারণ আমরা প্রায় তিন দিন শ্যুটিং করেছিলাম ৷ আমরা একসঙ্গে সময় কাটাতাম ৷ গল্প করতাম ৷ কারণ আমরা একইরকম মধ্যবিত্ত পরিবার থেকে পরিশ্রম করে উঠে এসেছি ৷
বাংলা খবর/ছবি/খেলা/
অনুষ্কা শর্মার সঙ্গে প্রথম আলাপে ঠিক কী বলেছিলেন বিরাট কোহলি, জানেন কি ?
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল