#BigNews: কেকেআরের পর নতুন ক্রিকেট দল কিনবেন শাহরুখ খান!
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
কেকেআরের মালিকের ফের নতুন দল কেনা নিয়ে সরগরম ক্রিকেট মহল
advertisement
1/5

শাহরুখ খান শুধুমাত্র বলিউডের বেতাজ বাদশা নন, একইসঙ্গে তিনি একজন সফল ব্যবসায়ী ৷ নিজের প্রোডাকশন হাউসের পাশাপাশি তিনি ক্রিকেটেও সফল বিনিয়োগ করেছেন ৷ Photo- File
advertisement
2/5
শাহরুখ খান দুটি ক্রিকেট দলের মালিক ৷ খবর আবার একটি ক্রিকেট দল কেনার বিষয়ে জোরদার আগ্রহী ৷ খবর যে আইপিএলে কেকেআরের মালিক ইসিবি অর্থাৎ ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের নতুন টুর্নামেন্ট দ্য হান্ড্রেড-এ বিনিয়োগ করবেন ৷ Photo- File
advertisement
3/5
একটি সর্বভারতীয় সংবাদপত্রের খবর অনুযায়ি হান্ড্রেডে বিনিয়োগ করার জন্য তৈরি শাহরুখ ৷ জুলাই মাস থেকে এই টুর্নামেন্ট শুরু হওয়ার কথা ছিল ৷ কিন্তু এখন কোভিড ১৯ -র জন্য অনির্দিষ্ট কালের জন্য অনিশ্চয়তা তৈরি হয়েছে ৷ Photo- File
advertisement
4/5
কেকেআরের কর্ণধারের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে বিনিয়োগ করেছেন৷ ২০১৫ সালে ত্রিনিদাদাের শেয়ার কিনেছিলেন শাহরুখ ৷Photo- File
advertisement
5/5
ইংল্যান্ডের এই লিগে ৮ টি দল অংশ নেবে ৷ যারা ৪ টি করে হোম ম্যাচ খেলবে ৷ লিগ ম্যাচের পর প্লে অফ হবে ৷ প্রতি ম্যাচে ১০০ বল খেলা হবে ৷ ১০ বলের পর ক্রিকেটার নিজের এন্ড বদলাবেন ৷ একজন বোলার লাগাতার ৫ টি কিম্বা ১০ টি বল করতে পারবেন৷ Photo- File