Happy Birthday বিরাট, দেখে নিন জন্মদিনে ভারতীয় অধিনায়কের অদেখা ছবির অ্যালবাম
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
বিরাট ৩১, শুভেচ্ছার জোয়ারে ভাসছেন তারকা ক্রিকেটার
advertisement
1/12

ভারতীয় ক্রিকেটে একটা চরিত্র, একটা মাইলস্টোনের নাম বিরাট কোহলি ৷ তিনি যেমন বর্ণময় ঠিক তেমনিই অসম্ভব ক্রিকেট প্রতিভার অধিকারী ৷ Photo- File
advertisement
2/12
১৯৮৮ সালের ৫ নভেম্বর প্রেম কোহলি এবং সরোজ কোহলির সন্তান ৷ বাবা পেশায় আইনজীবী ও মা গৃহবধূ ছিলেন ৷ Photo- File
advertisement
3/12
তাঁর অধিনায়কত্বে অনুর্ধ্ব ১৯ বিস্বকাপ জেতে ভারত ৷ অধিনায়ক ও ক্রিকেটার হিসেবে জাত চেনান বিরাট কোহলি ৷ Photo- File
advertisement
4/12
বিরাট কোহলি ভারতীয় ২০১১ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন ৷ Photo- File
advertisement
5/12
২০১২ সালে আইসিসি-র প্লেয়ার অফ দ্য ইয়ার সম্মানে ভূষিত হন , এছাড়া ২০১২, ২০১৪, ২০১৬ তে আইসিসি-র একদিনের দলেও জায়গা করে নিয়েছেন তিনি ৷ Photo- File
advertisement
6/12
২০১৩ সালে বিরাট কোহলি অর্জুন পুরস্কারে ভূষিত হন ৷ Photo- File
advertisement
7/12
অধিনায়ক হিসেবে বিরাট কোহলি ২০১৫ সালে সে সময়ের এক নম্বর দল দক্ষিণ আফ্রিকাকে হারান ৷ Photo- File
advertisement
8/12
২০১৬-র আইপিএলে বিরাট কোহলি চারটি শতরান সহ ৯৭৩ রান করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ফাইনালে তোলেন যদিও সানরাইজার্স হায়দরাবাদের কাছে হারতে হয় তাঁকে ৷ Photo- File
advertisement
9/12
২০১৭ সালে মহেন্দ্র সিং ধোনির কাছ থেকে সব ফর্ম্যাটের অধিনায়কত্বের ব্যাটন পান ৷ Photo- File
advertisement
10/12
রান তাড়া করার সময় ভারতের জয়ে সবচেয়ে বেশি শতরান বিরাটের দখলে ৷ সচিন তেন্ডুলকরের একাধিক রেকর্ড ভেঙেছেন তিনি ৷ তার মধ্যে এই রেকর্ডটিও ছিনিয়ে নেন তিনি ৷ Photo- File
advertisement
11/12
২০১৮ সালে ভারতীয় খেলার সর্বোচ্চ সম্মান রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পান তিনি ৷ Photo- File
advertisement
12/12
একাধিক নজির রোজ গড়ছেন নিজের ব্যাট দিয়ে, নিজের অধিনায়কত্বের স্কিল দিয়ে ৷ এরকম আরও পারফরম্যান্স দিয়ে দেশকে আরও গর্বিত করে তুলুন বিরাট , জন্মদিনে এটাই প্রার্থনা সব ফ্যানদের, তার সঙ্গে তাঁর সুস্থতা ও দীর্ঘ জীবনের প্রার্থনাও ৷ ৩১ এ বিরাট৷ হ্যাপি বার্থডে ৷ Photo- File