Olympics 2024 Vinesh Phogat: ঝুলেই রইল ভিনেশের রুপোর পদক মামলা! কবে সিদ্ধান্ত জানা গেল দিনক্ষণ
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Olympics 2024 Vinesh Phogat: সোনার আশাভঙ্গ হলেও অনেকেই স্বপ্ন দেখছিলেন রুপো নিয়ে। কোর্ট অফ আরবিট্রেশন (সিএএস) কী সিদ্ধান্ত নেয় সেই দিকে নজর ছিল অনেকেরই।
advertisement
1/6

মাত্র ১০০ গ্রাম ওজনের জন্য অলিম্পিক্স থেকে ডিসকোয়ালিফায়েড হতে হয়েছে ভিনেশকে। স্বপ্নভঙ্গের পরে অবসর নিয়েছেন ভিনেশ।
advertisement
2/6
তবে সোনার আশাভঙ্গ হলেও অনেকেই স্বপ্ন দেখছিলেন রুপো নিয়ে। কোর্ট অফ আরবিট্রেশন (সিএএস) কী সিদ্ধান্ত নেয় সেই দিকে নজর ছিল অনেকেরই।
advertisement
3/6
তবে শনিবারও ঝুলে রইল ভিনেশের রুপোর পদক নিয়ে মামলা। এখনও কোনও সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেনি কোর্ট অফ আরবিট্রেশন।
advertisement
4/6
এই মামলায় নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আরও ২৪ ঘণ্টা সময় চেয়েছে সিএএস। রবিবার রাত সাড়ে ন’টায় ভিনেশের সোনা নিয়ে সিদ্ধান্ত নিতে পারে সিএএস।
advertisement
5/6
ভিনেশ রুপো পাবেন কি না তা জানা যাবে রবিবার। যদিও আন্তর্জাতিক অলিম্পিক্স সংস্থার প্রধান টমাস বাক এই ব্যাপারে বলেছেন, ভিনেশকে রুপো দেওয়ার কোনও যুক্তি নেই।
advertisement
6/6
ফ্রান্সের চার জন আইনজীবী ছাড়াও ভারতীয় অলিম্পিক্স সংস্থার হয়ে হরিশ সালভে ও বিদুষ্পত সিঙ্ঘানিয়া ভার্চুয়াল মাধ্যমে ছিলেন মামলার শুনানিতে। তাঁরা দাবি করেন, ভিনেশ বেআইনি কিছু করেননি। তাঁর ওজন বেড়েছিল শরীরের স্বাভাবিক প্রক্রিয়ায়।