TRENDING:

Lionel Messi Injury: পায়ে কী মারাত্মক আঘাত পেয়েছেন মেসি, জানেন কি? ফটো দেখলে চোখে জল আসবে

Last Updated:
Lionel Messi Injury: পায়ে প্রচণ্ড চোটের ব্যাথা, যন্ত্রণায় কঁকিয়ে গেলেন এল এম টেন৷ পায়ের চোট কতটা গুরুতর একবার ফটোটা দেখুন৷
advertisement
1/8
পায়ে কী মারাত্মক আঘাত পেয়েছেন মেসি, জানেন কি? ফটো দেখলে চোখে জল আসবে
: লিওনেল মেসি কোপা আমেরিকা জিতলেন৷ ২০২০-র পর ফের আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হল কোপা আমেরিকা৷ ২০২৪-র লাতিন আমেরিকা সেরা হল নীল সাদা ব্রিগেড৷ পরপর কোপা, বিশ্বকাপ কোপা জয়ের আনন্দের দিনে বিঁধে রইল চোট কাঁটা৷
advertisement
2/8
আর্জেন্টিনা বনাম কলম্বিয়া ফাইনালের ৬৪ মিনিটে  খেলার মুহূর্তে মাঠ থেকে উঠে যান৷ এদিন ম্যাচ চলাকালীনই পায়ে চোট পেয়ে যান৷ রবিবার ডান গোড়ালি অত্যন্ত খারাপ হয়ে যায়৷
advertisement
3/8
৩৭ বছরের তারকা প্লেয়ারের চোটে অবশ্য  কোনওরকম বাইরের আঘাত ছিল না বলে দাবি৷ আর্জেন্টিনা এদিন ১৬তম কোপা আমেরিকা খেতাব জিতল ৷ কলম্বিয়াকে ১-০ গোলে হারাল আর্জেন্টিনা৷ Photo- AP
advertisement
4/8
আর্জেন্টিনা বেঞ্চে ফিরে যাওয়ার আগে মাঠে বেশ কিছুক্ষণ শুয়ে ছিলেন তিনি৷ মাঠে ট্রেনাররা উঠে আসেন৷ ডান পা থেকে জুতো খুলে নিতে হয়৷ Photo- AP
advertisement
5/8
এদিন মাঠ ছেড়ে উঠে আসছিলেন তখন ৮ বারের ব্যালন ডি অর জয়ী আর্জেন্টিনা অধিনায়ক নিজের আর্মব্যান্ড খুলে ফেলেন৷ নিজের জুতো মাঠের বাইরে ছুঁড়ে খুলে ফেলে দেন৷ Photo- AP
advertisement
6/8
মেসি পা টানতে টানতে ম্যাচ জয়ের পর মাঠে ফিরে আসেন৷ তখন অবশ্য মুড খুব ভালই ছিল৷ তিনি হাততালি দিয়ে ট্রফি নিয়ে মাঠে ঘুরছিলেন৷ তাঁর সঙ্গে ছিলেন নিকোলাস ওটামেন্ডি, অ্যাঞ্জেল ডি মারিয়া৷ Photo- AP
advertisement
7/8
ডি মারিয়া জানান, ‘‘আমরা ওঁর জন্য এটা জিততে পেরেছিলাম৷’’ তিনি আরও বলেন , ‘‘ওঁকে আনন্দ দিতে চেয়েছিলাম৷’’ Photo- AP
advertisement
8/8
এটা তাঁর ৩৯ তম এবং সম্ভবত শেষ কোপা আমেরিকা লিওনেল মেসির৷ এবারের কোপা আমেরিকাতে একটিমাত্র গোল করেন এলএম টেন৷ খেলার ৩৬ মিনিটে চোটে কঁকিয়ে পড়েন মেসি৷  সেই সময়ে তাঁর বাঁ গোড়ালি স্যান্টিয়াগো অ্যারিয়াস ধরেন৷ কিন্তু এর তিন মিনিট পরে মাঠে ফিরে আসেন৷ Photo- AP
বাংলা খবর/ছবি/খেলা/
Lionel Messi Injury: পায়ে কী মারাত্মক আঘাত পেয়েছেন মেসি, জানেন কি? ফটো দেখলে চোখে জল আসবে
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল