Year Ender 2018: বিতর্কের মধ্যেই ২০১৮ কাটিয়ে দিল ভারতীয় মহিলা ক্রিকেট
Last Updated:
advertisement
1/4

২০১৭-র মহিলা বিশ্বকাপের হার। ২০১৮ সালে তাই নতুনভাবে শুরুর সংকল্প। তবে প্রথমেই ধাক্কা। এশিয়া কাপের ফাইনালের হার। তাও আবার দুর্বল বাংলাদেশের বিরুদ্ধে। খারাপ-ভাল মিলিয়ে চলছিল বেশ। তারইমধ্যে জোড়া ধাক্কা। টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে নিলেন বাংলার মেয়ে ঝুলন গোস্বামী। চাকদহ এক্সপ্রেসের দাবি, ছোট ফর্ম্যাটে খেলার মোটিভেশন পাচ্ছেন না ।
advertisement
2/4
তবে কান পাতলে অন্য খবর। শোনা যাচ্ছিল, মেয়েদের নতুন কোচ রমেশ পওয়ারের সঙ্গে মতবিরোধ। সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে বিরোধের কথাটা যে গুজব নয়। তার প্রমাণ মিলল বছরের শেষেও।
advertisement
3/4
ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি২০ বিশ্বকাপ। গ্রুপের ম্যাচে সহজে পাকিস্তান, আয়ারল্যান্ড বধ। আর হোঁচটটা লাগল সেমিতে উঠে। আবার সেই ইংল্যান্ডের কাছেই। এবার সেখান থেকেই শুরু মিতালি এপিসোডের।
advertisement
4/4
পরপর দু’ম্যাচে মহিলা দলের সিনিয়র ক্রিকেটার মিতালি রাজের বাইরে থাকা। সেখান থেকেই প্রকাশ্যে মিতালি-পওয়ার বিরোধ। একে অন্যকে কাদা ছোড়াছুড়ি। দেশে ফিরেও সেই ঝড় অব্যাহত। সরাসরি আদালত নিযুক্ত প্রশাসকদের কাছে বিষোদগার। যার ফল, মেয়াদ শেষের পরই রমেশ পওয়ারের সঙ্গে নতুন করে চুক্তি করল না বোর্ড। কোচ হতে চেয়ে আবেদন জানানোর তালিকায় নামও চমকপ্রদ। তবে সব মিলিয়ে বিতর্কের মধ্যেই ২০১৮ কাটিয়ে দিল মহিলা ক্রিকেট।