Charu Sharma At Ipl 2022 Auction: 'আমি তো লাঞ্চ করছিলাম, ১৫ মিনিটে তৈরি হলাম', নিলামের মান বাঁচিয়ে বললেন চারু শর্মা
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Charu Sharma: বাড়িতে অতিথি এসেছিল। তিনি লাঞ্চ করছিলেন। তার পরও কার ফোন পেয়ে আইপিএল নিলামের মান বাঁচাতে ছুটে এলেন চারু শর্মা!
advertisement
1/5

পেশাদারিত্বের সংজ্ঞা কাউকে বোঝাতে হলে চারু শর্মার নাম হয়তো ভবিষ্যতে উদাহরণ হিসেবে থাকবে। তিনি সঞ্চালক, উপস্থাপক। তবে বর্তমানে প্রো কবাডি লিগের সিইও। সেই চারু শর্মা সুপারম্যানের মতো এবারের আইপিএল নিলামের মান বাঁচিয়ে দিলেন।
advertisement
2/5
আইপিএলের নিলাম চলাকালীন সঞ্চালক হিউজ এডমেডেস অসুস্থ হয়ে পড়েন। তাও আবার নিলামের মাঝেই। আইপিএল কর্তাদের তখন মাথায় হাত। কী হবে এবার! আইপিএল চেয়ারম্যান দেরি না করে ফোন করেন বন্ধু চারু শর্মাকে। বলেন, তিনি যেন দ্রুত তৈরি হয়ে চলে আসেন। চারু শর্মা পেশাদার। দেরি করেননি। ১৫ মিনিটের মধ্যে চলে আসেন আইপিএলের মঞ্চে। তিনি সেই সময় বেঙ্গালুরুতেই ছিলেন।
advertisement
3/5
চারু শর্মার বাড়িতে অতিথিরা এসেছিলেন। তিনিও তাঁদের সঙ্গে মধ্যাহ্নভোজে বসেছিলেন। তখনই বন্ধু ব্রিজেশ প্যাটেলের ফোন আসে তাঁর কাছে। বন্ধুর অনুরোধ ফেলতে পারেননি সঞ্চালক ও কুইজ মাস্টার চারু শর্মা। ১৫ মিনিট সময় ছিল তাঁর হাতে। তার মধ্য়েই তিনি জেনে নেন, কী কী হয়েছে আর কী কী বাকি রয়েছে! তার পরই শুট-বুট পরে চারু শর্মা চলে আসেন আইপিএলের মঞ্চে।
advertisement
4/5
টানা দুদিন আইপিএলের নিলাম সামলে দিলেন চারু শর্মা। তিনি বলছিলেন, সঞ্চালনা আমার কাছে নতুন কিছু নয়। তবে এটা হাতুড়ি হাতে নিয়ে একটু আলাদা ধরণের কাজ ছিল বটে। আইপিএল নিলাম দেশ-বিদেশে অনেক মানুষ দেখে। তবে সেটা একজন সঞ্চালকের জন্য ভাল। আমার হাতে ১৫ মিনিট ছিল। ওরা যদিও বলেছিল, ব্রেক টাইম বাড়ানোর প্রয়োজন রয়েছে কিনা! তবে আমি বললাম, দরকার নেই। নিলাম মঞ্চে আসার আগে এক নজরে সব দেখে-বুঝে নিলাম।
advertisement
5/5
চারু শর্মা আরও বলছিলেন, আইপিএলের নিলাম মঞ্চ বহু মানুষের জীবন গড়ে দেয়। তবে যাদের জন্য কেউ দর হাঁকায় না, তাঁদের কথা ভেবে খারাপ লাগে। যেমন নেপালের সন্দীপ লামিছানের কথা ভেবে খারাপ লাগছে। নিলাম এক টাকার হোক বা এক বিলিয়ন ডলারের, আমার কাজ সেটা পরিচালনা করা। এটুক ভেবেই মাঠে নেমে পড়েছিলাম।