পাঠান দেখে 'বোল্ড' ইংরেজ ক্রিকেটার, ৭০০ কোটি টাকার প্রশ্ন তুলে দিলেন!
- Published by:Suman Majumder
Last Updated:
Pathan Income: ইংরেজ ক্রিকেটার পাঠান দেখে হা। আবার বিরাট প্রশ্নও তুলে দিলেন।
advertisement
1/5

শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন অভিনীত সিনেমা পাঠান দেখে মুগ্ধ ইংল্যান্ডের প্রাক্তন তারকা মন্টি পানেসার। আবার বড়সড় প্রশ্নও তুললেন।
advertisement
2/5
মন্টি প্রশ্ন করেছিলেন, পাঠান কি ৭০০ কোটি টাকার ব্যবসা করতে পারবে? শাহরুখ ভক্তদের থেকে তিনি উত্তরও পেয়েছেন।
advertisement
3/5
কিং খানের এক ভক্ত মন্টিকে জবাব দিয়েছেন, ১০০০ কোটি টাকারও বেশি ব্যবসা করবে পাঠান।
advertisement
4/5
শাহরুখের আরেক ভক্ত বলেছেন, যত টাকারই ব্যবসা করুক তাতে আপনার কীসের স্বার্থ বলুন তো!
advertisement
5/5
সারা দেশে রমরমিয়ে চলছে পাঠান। এই সিনেমা মুক্তির আগে বিতর্ক থাকলেও এখন সেসব অতীত। বক্স অফিসে একের পর এক রেকর্ড ভাঙছে শাহরুখের কামব্যাক সিনেমা।