TRENDING:

Cameron Green In KKR: ২৫.২০ কোটিতে গ্রিনকে কিনল কেকেআর, কিন্তু বিদেশি নাইট পাবেন মাত্র ১৮ কোটিই, বিসিসিআইয়ের নয়া নিয়মের ফাঁসে হাসফাঁস বিদেশি ক্রিকেটাররা

Last Updated:
Cameron Green In KKR: বোর্ডের কড়া নিয়মে গ্রিনের মাইনে কমে গেল ১৮ কোটি টাকায়
advertisement
1/6
২৫.২০ কোটিতে গ্রিনকে কিনল KKR, কিন্তু বিদেশি নাইট পাবেন মাত্র ১৮ কোটিই, নিয়ম BCCI-র
Cameron Green In KKR: এর আগে আইপিএলের সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটার ছিলেন মিচেল স্টার্ক, এবার সেই স্টার্কের দামের সীমারেখাও পেরিয়ে গেলেন কেকেআরের নতুন বিদেশি ক্যামেরন গ্রিন৷ মঙ্গলবার আইপিএল মিনি নিলামে তাঁর দর উঠল ২৫.২০ কোটি টাকা৷
advertisement
2/6
আইপিএলের ইতিহাসের দামিতম বিদেশি ক্রিকেটার হলেন অজি ক্রিকেটার ক্যামেরন গ্রিন৷ ব্যাটার তালিকা থেকে তাঁর নাম এলেও তিনি বল হাতেও দারুণ সফল৷ এদিন তাঁকে নিয়ে প্রথম মুম্বই ইন্ডিয়ান্স এবং রাজস্থান রয়্যালস বিড শুরু করলেও পরে তাঁকে নিয়ে হাঁকাহাঁকি তুমুল পর্যায়ে যায় কেকেআর এবং সিএসকের মধ্যে৷ কিন্তু শেষ হাসি হাসে কেকেআরই৷
advertisement
3/6
কিন্তু ২৫.২০ কোটি টাকায় গ্রিনকে কেনা হলেও গ্রিন ১৮ কোটি টাকাই পাবেন কেকেআরের থেকে আর এর কারণ হল বিসিসিআইয়ের নতুন একটি নিয়ম৷ যাতে বিদেশি ক্রিকেটারদের জন্য অত্যধিকভাবে টাকা খরচ না হয় সেই দৌড়ে লাগাম পরাতেই বোর্ডের এই নয়া নিয়ম বলে জানিয়েছে সর্বভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া৷
advertisement
4/6
এদিকে এই নিয়মে বলা হয়েছে যদি কোনও বিদেশি প্লেয়ারের জন্য নিলামে ১৮ কোটি টাকার বেশি দর হাঁকাহাঁকি হয় তাহলে ধরুন ২০ কোটি টাকা হয় তাহলে প্লেয়ার পাবেন ১৮ কোটি, বাকি ২ কোটি বোর্ডের ক্রিকেট ডেভলপমেন্ট প্রোগ্রামে চলে আসবে৷
advertisement
5/6
এই নিয়ম অনুসারে কেকেআরের ক্যামেরন গ্রিনও ১৮ কোটি টাকাই পাবেন বাকি ৭ কোটি ২০ লক্ষ টাকা চলে যাবে বোর্ডের ক্রিকেট উন্নয়ন প্রোগ্রামে৷
advertisement
6/6
তবে এই ১৮ কোটি টাকার ক্যাপ শুধুমাত্র বিদেশি ক্রিকেটারদের কেনার ক্ষেত্রেই প্রযোজ্য দেশীয় ক্রিকেটারদের ক্ষেত্রে এই নিয়ম নেই৷
বাংলা খবর/ছবি/খেলা/
Cameron Green In KKR: ২৫.২০ কোটিতে গ্রিনকে কিনল কেকেআর, কিন্তু বিদেশি নাইট পাবেন মাত্র ১৮ কোটিই, বিসিসিআইয়ের নয়া নিয়মের ফাঁসে হাসফাঁস বিদেশি ক্রিকেটাররা
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল