Cameron Green In KKR: ২৫.২০ কোটিতে গ্রিনকে কিনল কেকেআর, কিন্তু বিদেশি নাইট পাবেন মাত্র ১৮ কোটিই, বিসিসিআইয়ের নয়া নিয়মের ফাঁসে হাসফাঁস বিদেশি ক্রিকেটাররা
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Cameron Green In KKR: বোর্ডের কড়া নিয়মে গ্রিনের মাইনে কমে গেল ১৮ কোটি টাকায়
advertisement
1/6

Cameron Green In KKR: এর আগে আইপিএলের সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটার ছিলেন মিচেল স্টার্ক, এবার সেই স্টার্কের দামের সীমারেখাও পেরিয়ে গেলেন কেকেআরের নতুন বিদেশি ক্যামেরন গ্রিন৷ মঙ্গলবার আইপিএল মিনি নিলামে তাঁর দর উঠল ২৫.২০ কোটি টাকা৷
advertisement
2/6
আইপিএলের ইতিহাসের দামিতম বিদেশি ক্রিকেটার হলেন অজি ক্রিকেটার ক্যামেরন গ্রিন৷ ব্যাটার তালিকা থেকে তাঁর নাম এলেও তিনি বল হাতেও দারুণ সফল৷ এদিন তাঁকে নিয়ে প্রথম মুম্বই ইন্ডিয়ান্স এবং রাজস্থান রয়্যালস বিড শুরু করলেও পরে তাঁকে নিয়ে হাঁকাহাঁকি তুমুল পর্যায়ে যায় কেকেআর এবং সিএসকের মধ্যে৷ কিন্তু শেষ হাসি হাসে কেকেআরই৷
advertisement
3/6
কিন্তু ২৫.২০ কোটি টাকায় গ্রিনকে কেনা হলেও গ্রিন ১৮ কোটি টাকাই পাবেন কেকেআরের থেকে আর এর কারণ হল বিসিসিআইয়ের নতুন একটি নিয়ম৷ যাতে বিদেশি ক্রিকেটারদের জন্য অত্যধিকভাবে টাকা খরচ না হয় সেই দৌড়ে লাগাম পরাতেই বোর্ডের এই নয়া নিয়ম বলে জানিয়েছে সর্বভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া৷
advertisement
4/6
এদিকে এই নিয়মে বলা হয়েছে যদি কোনও বিদেশি প্লেয়ারের জন্য নিলামে ১৮ কোটি টাকার বেশি দর হাঁকাহাঁকি হয় তাহলে ধরুন ২০ কোটি টাকা হয় তাহলে প্লেয়ার পাবেন ১৮ কোটি, বাকি ২ কোটি বোর্ডের ক্রিকেট ডেভলপমেন্ট প্রোগ্রামে চলে আসবে৷
advertisement
5/6
এই নিয়ম অনুসারে কেকেআরের ক্যামেরন গ্রিনও ১৮ কোটি টাকাই পাবেন বাকি ৭ কোটি ২০ লক্ষ টাকা চলে যাবে বোর্ডের ক্রিকেট উন্নয়ন প্রোগ্রামে৷
advertisement
6/6
তবে এই ১৮ কোটি টাকার ক্যাপ শুধুমাত্র বিদেশি ক্রিকেটারদের কেনার ক্ষেত্রেই প্রযোজ্য দেশীয় ক্রিকেটারদের ক্ষেত্রে এই নিয়ম নেই৷