স্ট্রাইকার মানেই স্বার্থপর! অন্যের গোল নিজের বলে দাবি করে 'ভিলেন' রোনাল্ডো
- Published by:Suman Majumder
Last Updated:
Cristiano Ronaldo: অনেকে বলছেন, হেয়ার অফ গড। গোলটা কি রোনাল্ডোর? ফিফা কী বলছে!
advertisement
1/6

কাতার বিশ্বকাপের শেষ ১৬-য় জায়গা পাকা করে ফেলল পর্তুগাল। উরুগুয়েকে ২-০ গোলে হারিয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দেশ। তবে এই ম্যাচে পর্তুগালের প্রথম গোলটি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
advertisement
2/6
ম্যাচের ৫৪ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের ক্রস থেকে গোল হয়। বিশ্বফুটবলের মহাতারকা জাম্প করেছিলেন। গোল হওয়ার পরেই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে উল্লাস করেন রোনাল্ডো। ব্রুনো ফার্নান্দেজসহ দলের অন্যরাও এই উদযাপনে অংশ নেন। প্রথমে রোনাল্ডোর নামেই গোলটি দেওয়া হয়।
advertisement
3/6
ফিফার স্কোর শিটেও গোলটি ছিল সিআরসেভএন-এর নামে। ফিফা আনুষ্ঠানিকভাবে তাঁর নামে গোলটি দেখায়। কিন্তু কিছুক্ষণ পর সিদ্ধান্ত বদলায় তারা। ফিফা জানায়, ব্রুনোর ক্রসটি রোনাল্ডোর মাথা স্পর্শ করেনি। ফলে ওই গোল ব্রুনোর।
advertisement
4/6
ফিফার সিদ্ধান্ত বদলের পর রোনাল্ডো বারবার অঙ্গভঙ্গি করে বোঝানোর চেষ্টা করেন, বল তাঁর মাথা ছুঁয়েছিল। ফলে গোলটি তাঁর। রোনাল্ডোর এমন দাবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় খাপ পঞ্চায়েত বসল।
advertisement
5/6
ব্রুনো ফার্নান্ডেজও বললেন, আমার মনে হয় বলটা রোনাল্ডোর মাথা ছুঁয়েছিল। তবে আমরা জিতেছি, সেটাই বড় কথা। অনেকে অবশ্য রোনাল্ডোকে স্বার্থপর বলছেন।
advertisement
6/6
কেউ কেউ রোনাল্ডোকে ব্যঙ্গ করে হেয়ার অফ গড বলতে শুরু করেন। সোশ্যাল মিডিয়া তোলপাড় হল পর্তুগালের সেই গোল নিয়ে।