'আমাকে নিয়মিত মেসেজ করত...'! কী কথা হত? সূর্যকুমারকে বিস্ফোরক দাবি লাস্যময়ী অভিনেত্রীর
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Khushi Mukherjee: ভারতীয় ক্রিকেট দলের টি–২০ অধিনায়ক সূর্যকুমার যাদবকে ঘিরে অভিনেত্রী খুশি মুখোপাধ্যায় সাম্প্রতিক মন্তব্য বিনোদন ও ক্রীড়াজগতে আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে।
advertisement
1/5

ভারতীয় ক্রিকেট দলের টি–২০ অধিনায়ক সূর্যকুমার যাদবকে ঘিরে অভিনেত্রী খুশি মুখোপাধ্যায় সাম্প্রতিক মন্তব্য বিনোদন ও ক্রীড়াজগতে আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে। এক সাক্ষাৎকারে খুশি দাবি করেন, একসময় সূর্যকুমার যাদব তাকে নিয়মিত মেসেজ পাঠাতেন, যদিও বর্তমানে তাদের মধ্যে আর তেমন যোগাযোগ নেই। (Photo Courtesy- Khushi Mukherjee Facebook)
advertisement
2/5
নিজের বোল্ড ড্রেসিং স্টাইল এবং খোলামেলা বক্তব্যের জন্য পরিচিত খুশি মুখোপাধ্যায় বলেন, কেবল সূর্যকুমার যাদবই নন, আরও বহু ক্রিকেটার একসময় তার প্রতি আগ্রহ দেখিয়েছিলেন। তার দাবি অনুযায়ী, প্রায়ই বিভিন্ন নামী সেলিব্রিটির সঙ্গে তার নাম জড়িয়ে গুজব ছড়ানো হয়, যা তিনি মোটেই পছন্দ করেন না। (Photo Courtesy- Khushi Mukherjee Facebook)
advertisement
3/5
E24–কে দেওয়া সাক্ষাৎকারে খুশি স্পষ্ট করে বলেন, তিনি কোনও ধরনের লিঙ্কআপে বিশ্বাসী নন। তার কথায়, “আমি কারও সঙ্গে নিজেকে জড়াতে চাই না। আমার সঙ্গে কোনও রকম সম্পর্কের গুজব ছড়ানো হোক, সেটাও আমার অপছন্দ। তাই বাস্তবে এসব লিঙ্কআপের কোনও ভিত্তি নেই।” (Photo Courtesy- Khushi Mukherjee Facebook)
advertisement
4/5
প্রসঙ্গত, খুশি মুখোপাধ্যায় জন্ম কলকাতায়। বর্তমানে তার বয়স ২৯ বছর এবং গত কয়েক বছর ধরে তিনি টেলিভিশন ইন্ডাস্ট্রির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। অভিনয় জগতে নিজের জায়গা তৈরি করতে তিনি ধারাবাহিকভাবে কাজ করে চলেছেন। (Photo Courtesy- Khushi Mukherjee Facebook)
advertisement
5/5
২০১৩ সালে তামিল ছবি দিয়ে খুশির অভিনয় জীবন শুরু হয়। পরবর্তীতে তিনি তেলুগু ও হিন্দি ছবিতেও অভিনয় করেন। তবে এমটিভির জনপ্রিয় রিয়ালিটি শো ‘স্প্লিটসভিলা ১০’ ও ‘লাভ স্কুল ৩’-এ অংশ নেওয়ার পরই তিনি সর্বাধিক পরিচিতি ও জনপ্রিয়তা অর্জন করেন। (Photo Courtesy- Khushi Mukherjee Facebook)