Harbhajan Singh and Geeta Basra: পোস্টার দেখেই গীতার প্রেমে পড়েন ভাজ্জি পাজি, কেমন ছিল হরভজনের প্রেমপর্বের শুরু?
- Published by:Raima Chakraborty
Last Updated:
৪২ বছরে পা দিলেন ভাজ্জি পাজি। বলিউড অভিনেত্রী গীতা বসরা তাঁর স্ত্রী। (Harbhajan Singh and Geeta Basra)
advertisement
1/8

ভারতীয় ক্রিকেটের তারকা ক্রিকেটার হরভজন সিংয়ের আজ জন্মদিন। ৪২ বছরে পা দিলেন ভাজ্জি পাজি। বলিউড অভিনেত্রী গীতা বসরা তাঁর স্ত্রী। (Harbhajan Singh and Geeta Basra)
advertisement
2/8
ছোটবেলার হরভজন সিং। বাবার সঙ্গে বসে খাবার টেবিলে। এই ছবি নিজেই শেয়ার করেছিলেন খেলোয়াড়। লিখেছিলেন বাবার জন্য মনের কথা।
advertisement
3/8
এক সাক্ষাৎকারে হরভজন জানিয়েছিলেন গীতা বসরাকে সবার প্রথম একটি পোস্টারে দেখেছিলেন হরভজন সিং। পোস্টার দেখার পরও 'দিওয়ানা' হয়ে যান ভাজ্জি। সতীর্থ যুবরাজ সিংকে জিজ্ঞেস করেছিলেন এই মেয়েটিকে চেন? জবাবে না বলেছিলেন যুবরাজ। পাল্টা উত্তরে প্রেমে পাগল হরভজন যুবরাজকে বলেছিলেন খুঁজে বার করুণ এই মেয়েটিকে।
advertisement
4/8
টি২০ বিশ্বকাপ জেতার পর হরভজনকে শুভেচ্ছা বার্তা পাঠান গীতা। তারপর থেকেই দুজনে ম্যাসেজে কথা বলা শুরু করেন, এবং ধীরে ধীরে দু'জনের মধ্যে নিবিড় বন্ধুত্ব তৈরি হয়। এরপর আইপিএলের সময় গীতা বসরার সঙ্গে প্রথম সাক্ষাৎ হয় হরভজন সিংয়ের।
advertisement
5/8
গীতা বসরা নিজের কেরিয়ারের প্রথম কয়েক বছরে তেমন সাফল্য পাননি। সেই কারণে খবই চিন্তিত ছিলেন তিনি। একইসঙ্গে কোনও সম্পর্কে জড়াতে চাননি। গীতা ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের কেরিয়ারের উপর ফোকাস করতে চাইছিলেন। এর জন্য হরভজনের সঙ্গে সম্পর্ক শেষ করার কথাও বেলছিলেন গীতা। কিন্তু তারপর ভাগ্য তাঁদের আবার মিল করিয়ে দেয় ও ২০১৫ সালে বিয়ে করেন হরভজন সিং ও গীতা বসরা।
advertisement
6/8
২০০৭ সাল থেকে সম্পর্কে থাকলেও হরভজন ও গীতা তাঁদের কথা কখনও প্রকাশ্যে স্বীকার করেননি। কিন্তু এই সময়ে একাধিকবার দু'জনকে একসঙ্গে দেখা গিয়েছিল।
advertisement
7/8
হরভজন সিং ৮ বছর দীর্ঘ সম্পর্কের পরে ২৯ অক্টোবর ২০১৫ সালে গীতা বসরাকে বিয়ে করেছিলেন। জলন্ধরের এক গুরুদ্বারায় দু'জনে পাঞ্জাবি রীতিতে বিয়ে করেছিলেন। তাঁর বিয়ের অনুষ্ঠানে সচিন তেন্ডুলকার ও তাঁর স্ত্রী অঞ্জলি-সহ কয়েকজন নিকট আত্মীয় ও বন্ধুবান্ধব উপস্থিত ছিলেন।
advertisement
8/8
হরভজন ও গীতার এক কন্যাসন্তান রয়েছে। পোস্টার দেখে যে প্রেমের শুরু হয়েছিল তা বর্তমানে পরিণতি পেয়ে সুখী দাম্পত্য উপভোগ করছেন হরভজন সিং ও গীতা বসরা।