MS Dhoni: আইপিএল ২০২৩-এর পর অবসর এমএস ধোনির! বড় ঘোষণা করলেন মাহির প্রিয় বন্ধু
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
MS Dhoni: এবারের আইপিএল-ই এমএস ধোনির শেষ আইপিএল কিনা তা নিয়ে জল্পনার কোনও শেষ নেই। অনেকেই মন করছেন এবার আইপিএল খেলেই বিদায় জানাবেন মাহি। অনেক ক্রিকেট বিশেষজ্ঞরাও তাই মনে করেন। এবার ধোনির অবসর নিয়ে বড় মন্তব্য করলেন ধেনির কাছের বন্ধু।
advertisement
1/6

এবারের আইপিএল-ই এমএস ধোনির শেষ আইপিএল কিনা তা নিয়ে জল্পনার কোনও শেষ নেই। অনেকেই মন করছেন এবার আইপিএল খেলেই বিদায় জানাবেন মাহি। অনেক ক্রিকেট বিশেষজ্ঞরাও তাই মনে করেন।
advertisement
2/6
এর আগে ধোনি ইঙ্গিত দিয়েছিলেন, চেন্নাইয়ের মাঠে আইপিএল ম্যাচ খেলেই অবসর নিতে চান তিনি। অবশ্য সময় নিয়ে কিছু বলেননি। সেই ইচ্ছে চলতি আইপিএলে পূরণ হয়ে গিয়েছে মাহির। তবে নিজের অবসর নিয়ে এখনও কোনও মুখ খোলেননি মাহি।
advertisement
3/6
এবার ধোনির অবসর নিয়ে বড় মন্তব্য করলেন একদা ধোনির ভারতীয় দল ও সিএসকের সতীর্থ এবং অন্যতম প্রিয় বন্ধু সুরেশ রায়না। মিস্টার আইপিএলের বক্তব্য অনুযায়ী, ধোনি তাঁকে জানিয়েছেন এখনই অবসর নেবেন না।
advertisement
4/6
বর্তমানে ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন সুরেশ রায়না। সেখানেই ধোনির অবসর নিয়ে মন্তব্য করতে গিয়ে রায়না বলেছেন,"ধোনি তাঁকে বলেছেন আমি ট্রফি জিতে আরও এক বছর খেলতে চাই।"
advertisement
5/6
এবারের আইপিএলে ভালো ছন্দে রয়েছে এমএস ধোনির দল সিএসকে। লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে চারবারের চ্যাম্পিয়নরা। ফলে প্লে অফে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। আর পূরণও হতে পারে ধোনির আরও একবার ট্রফি জয়ের স্বপ্ন।
advertisement
6/6
এবারের আইপিএলে গতবারের থেকে ভালো ছন্দে রয়েছেন খোদ এমএস ধোনি। উইকেট কিপিং থেকে বিগ হিটিং, সবকিছুতেই দেখা গিয়েছে পুরনো ঝলক। এরই মধ্যে রায়নার ধোনির অবসর নিয়ে মন্তব্যে খুশি মাহি ও সিএসকে ফ্যানেরা।